Inqilab Logo

শুক্রবার ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১, ২৩ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

মমতার নির্দেশনায় ‘ঝড় থেমে যাবে একদিন’

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৫ এপ্রিল, ২০২০, ৮:৪৮ পিএম | আপডেট : ১১:১২ পিএম, ১৫ এপ্রিল, ২০২০

করোনায় সচেতনতা বৃদ্ধিতে ঘরে বসেই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করলো টালিগঞ্জের এক নির্মাতা। কলকাতার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশনায় এটি নির্মাণ করেছেন পরিচালক অরিন্দম শীল। চিত্রনাট্য লিখছেন পদ্মনাভ দাশগুপ্ত ও পরিচালক নিজেই। যার নাম রাখা হয়েছে ‘ঝড় থেমে যাবে একদিন’।

প্রায় ১৩ মিনিটের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তী, নুসরাত জাহান, কোয়েল মল্লিক, শুভশ্রী গাঙ্গুলি, আবির চট্টোপাধ্যায়, রুক্মিণী মৈত্র, পরমব্রত চট্টোপাধ্যায় এবং পরাণ বন্দ্যোপাধ্যায়ের মতো তারকারা।

জানা গেছে, ‘ঝড় থেমে যাবে একদিন’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির ভাবনার পাশাপাশি এর গানও লিখেছেন মমতা বন্দোপাধ্যায়। সে গানে কন্ঠ দিয়েছেন কবীর সুমন। লকডাউনে কর্মহীন হয়ে পড়া কলকাতা ফিল্ম ইন্ডাস্ট্রির কলাকুশলীদের ৫০ লক্ষ টাকা অনুদান দিতেই নির্মাণ করা হয়েছে চলচ্চিত্রটি।

গতকাল মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি ইউটিউব ও ফেসবুকে অবমুক্ত করা হয়েছে।

এখানে ক্লিক করে উপভোগ করুন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি: 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ