Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

যুক্তরাষ্ট্রে এক চিকিৎসকসহ আরও ৭ বাংলাদেশির মৃত্যু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ এপ্রিল, ২০২০, ৮:৩৫ পিএম

প্রাণঘাতি করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে এক চিকিৎসকসহ আরও ৭ বাংলাদেশির মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিভিন্ন হাসপাতালে তাদের মৃত্যু হয়। এ নিয়ে দেশটিতে করোনায় ১৩৪ বাংলাদেশি মারা গেলো। তাদের তিনজন চিকিৎসক। -ওয়ার্ল্ডোমিটার

মৃতরা হলেন- ব্রুকলিন হাসপাতালের মনোরোগ বিশেষজ্ঞ শামীম আল মামুন, শরীফ আহমদ, এনাম উদ্দিন, বীণা মজুমদার, এম রহমান মুক্তা, রানা বেগম ও একজন নারী। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

লং আইল্যান্ডের নর্থ শোর হাসপাতালে চিকিৎসক শামীম আল মামুনের মৃত্যু হয়। তিনি সিলেট মেডিকেল কলেজের ১৪তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। ৫০টি অঙ্গরাজ্যের সবটিতেই করোনা ছড়িয়ে পড়েছে। প্রতিটি অঙ্গরাজ্যেই সংক্রমণ ও মৃত বাড়ছে। সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হচ্ছে নিউইয়র্কে।
নিউইয়র্কে ১০ হাজারের বেশি মানুষ মারা গেছে। দেশটিতে সংক্রমিত হয়েছে ৬ লাখ ১৩ হাজার ৮৮৬ জন। মারা গেছে ২৬ হাজার ৬৪ জন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ