Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কর্মহীন মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিন

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ১৫ এপ্রিল, ২০২০, ৫:৩৫ পিএম

করোনা ভাইরাসে ভয়াবহ পরিস্থিতিতে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব দেশের সরকার ও বিত্তশীল মানুষ সহ সর্বস্তরের মানুষের প্রতি উপরোক্ত আহ্বান জানান।

তিনি বলেন, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে অসহায় কর্মহীন মানুষদের প্রতি সাধ্যমত সহযোগিতার হাত বাড়িয়ে দিন। বিশেষ করে যারা প্রকাশ্যে চাইতে পারে না, তাদেরকে খুঁজে বের করে সহায়তা পৌঁছে দিন।

তিনি ধনিক শ্রেণীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, কার্পণ্য থেকে বাঁচুন! তাহলেই পরকালে সফল হবেন। যারা সরকারী বেতন পান না, সেসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা প্রদানের জন্য উদারভাবে এগিয়ে আসুন। মনে রাখবেন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নিঃস্বার্থ দান কবরের উত্তাপ নিভিয়ে দেয়।
শিল্প-কারখানা ও বাস-ট্রাক-লঞ্চ মালিকদের উদ্দেশ্যে তিনি বলেন, এতদিন যারা ঘাম ঝরিয়ে আপনার শিল্প ও ব্যবসা বাঁচিয়ে রেখেছে, আজকের এই সংকটকালে সেইসব শ্রমিক-কর্মচারীদের সকল প্রকার বেতন-ভাতা সময়মত পৌঁছে দিন। সম্ভব হলে অতিরিক্ত প্রণোদনা দিন। এতে আপনার প্রতিষ্ঠানে আলাহ্র রহমত নেমে আসবে।
তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, চিকিৎসক ও তাদের পরিবারের প্রতি সহানুভূতিশীল হৌন। তাদেরকে সর্বোচ্চ সুরক্ষা এবং সর্বোচ্চ প্রণোদনা দেওয়ার দ্রæত ব্যবস্থা নিন। হতদরিদ্রদের তালিকা করে প্রশাসনের ব্যবস্থাপনায় ও প্রয়োজনে সেনাবাহিনীর মাধ্যমে দল-মত নির্বিশেষে নিরপেক্ষভাবে আর্থিক সহযোগিতা বিতরণ করুন। পরিবারপিছু মাসে অন্তত পাঁচ হাজার টাকা তাদের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন। রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করুন। করোনা ব্যতীত অন্য রোগীদের বিনা চিকিৎসায় বিদায় দিবেন না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সহযোগিতা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ