মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যতম মুখপাত্র ঝাও লিজিয়ান বলেছেন, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ-তে সংঘাতপূর্ণ পদক্ষেপের কারণে এ সংস্থার সাথে ইরানের বিদ্যমান সহযোগিতা ক্ষতিগ্রস্ত হবে। আগামীকাল ৬ জুনের বৈঠকে ইরানবিরোধী একটি খসড়া প্রস্তাব তোলার জন্য আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি প্রস্তুতি নিয়েছে বলে প্রকাশিত খবরের প্রতিক্রিয়ায় এ কথা বলেছেন ঝাও লিজিয়ান। আইএইএ’র বোর্ড অব গভর্নর্সের বৈঠকে ইসলামি প্রজাতন্ত্র ইরানের ওপর চাপ সৃষ্টি করার জন্য যে চার দেশ এই পদক্ষেপ নিয়েছে তার বিরোধিতা করে চীন। চীনা মুখপাত্র পরিষ্কার করে বলেন, ইরানবিরোধী চাপ সৃষ্টি কোনভাবেই সমস্যার সমাধান করবে না বরং উত্তেজনা বাড়াবে এবং পরিস্থিতি জটিল আকার ধারণ করবে। ঝাও লিজিয়ান আরো বলেন, অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতা পুনর্বহালের জন্য যে সংলাপ চলে আসছে তা এই মুহূর্তে এক জটিল অবস্থানে এসে পৌঁছেছে। ফলে আইএইএ’র বোর্ড অব গভর্নসের বৈঠকে সংঘাতপূর্ণ পদক্ষেপ ইরান এবং এই সংস্থার মধ্যকার সংলাপ প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করবে। ইরান এবং পাঁচ জাতিগোষ্ঠীর মধ্যে যখন পরমাণু সমঝোতা পুনর্বহালের সংলাপ তিন মাস ধরে বন্ধ রয়েছে তখন বোর্ড অফ গভর্নর্সের বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং সেখানে ইরানের বিরুদ্ধে অহেতুক চাপ সৃষ্টির ষড়যন্ত্র করছে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।