মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট ভন ডের লেয়েন সোমবার আজারবাইজানের রাজধানী বাকুতে সেদেশের প্রেসিডেন্ট আলিয়েভের সাথে বৈঠক করেন। বৈঠকে দু’পক্ষ জ্বালানি খাতে সহযোগিতা সম্প্রসারণ ও ইউরোপে আজারবাইজানের প্রাকৃতিক গ্যাস সরবরাহ বাড়ানোর ব্যাপারে একমত হয়।
আজারবাইজানের প্রেসিডেন্টভবনের ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ অনুসারে, আলিয়েভ এ দিন সফররত ভন ডের লেয়েনের সাথে আলোচনা করেন এবং দু’পক্ষের মধ্যে জ্বালানি খাতে কৌশলগত অংশীদারিত্বসংশ্লিষ্ট সমঝোতা-স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থাকেন।
ভন ডের লেয়েন পরে এক যৌথ সাংবাদিক সম্মেলনে বলেন, উভয় পক্ষই "দক্ষিণ গ্যাস করিডোর" প্রকল্পের সরবরাহ-ক্ষমতা বাড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। বর্তমানে, প্রকল্পটি প্রতিবছর ইউরোপে ৮ বিলিয়ন ঘনমিটারেরও বেশি প্রাকৃতিক গ্যাস সরবরাহ করছে এবং আগামী কয়েক বছরে গ্যাস সরবরাহ প্রতিবছর ২০ বিলিয়ন ঘনমিটারে বৃদ্ধি পাবে।
আগামী বছর এ প্রকল্পের গ্যাস সরবরাহ-ক্ষমতা ১২ বিলিয়ন ঘনমিটারে পৌঁছাবে। এতে রুশ প্রাকৃতিক গ্যাসের ওপর ইইউ-র নির্ভরতা কমবে। সূত্র: সিআরআই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।