মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সউদী আরব, মিশর, ইন্দোনেশিয়া, জর্ডান ও ইরানের পর এবার রমজান মাসে মসজিদে তারাবির নামাজ স্থগিত করল তুরস্ক। করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে তুরস্কের শীর্ষ ধর্মীয় সংস্থা মঙ্গলবার পবিত্র রমজান মাসে সামাজিক দূরত্ব বজায় রাখার আহ্বান জানিয়েছে।
এ বিষয়ে দেয়া এক বিবৃতিতে তুরস্কের ধর্ম বিষয়ক অধিদপ্তর বলেছে, ‘আত্মীয়স্বজন, প্রতিবেশী এবং বন্ধুবান্ধবদের সাথে ইফতার মাহফিলও এড়িয়ে চলতে হবে। তারা আরও জানিয়েছে যে, রমজান মাসে রোজা রাখা রাখা একটি ধর্মীয় দায়িত্ব, যা মহামারিজনিত কারণে পিছিয়ে দেয়া যায় না। বিশেষজ্ঞদের বরাত দিয়ে বিবৃতিতে আরও বলা হয়েছে, সুস্থ মানুষের জন্য রোজা রাখতে কোনও সমস্যা নেই। এর আগে মিশর, সউদী আরব, ইন্দোনেশিয়া, জর্ডান ও ইরান মসজিদে জামাতে তারাবির নামাজ আদায় স্থগিত করে। সবাইকে ঘরেই তারাবির নামাজ আদায় করতে বলা হয়।
মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুসারে, তুরস্কে করোনায় বুধবার অবধি ৬৫,১১১ জন আক্রান্ত ও ১ হাজার ৪০৩ জনের মৃত্যু হয়েছে। দেশটির সরকার দেশজুড়ে লকডাউন ও মাস্ক বিতরণ সহ এর বিস্তার রোধে বেশ কয়েকটি ব্যবস্থা গ্রহণ করেছে। সূত্র: আনাদুলু এজেন্সি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।