Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এস-৪০০ কেনার ব্যাপারে অনড় তুরস্ক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ এপ্রিল, ২০২০, ২:১৭ পিএম

রাশিয়া থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার ব্যাপারে তুরস্কের অবস্থান অপরিবর্তিত আছে। এ নিয়ে আমেরিকার সঙ্গে যে টানাপোড়েন চলছে তা দূর করার জন্য ওয়ার্কিং গ্রুপ কাজ করবে। গতকাল (মঙ্গলবার) ওয়াশিংটনভিত্তিক আটলান্টিক কাউন্সিল আয়োজিত একটি অনুষ্ঠানে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু এসব কথা বলেন।

তিনি জোর দিয়ে বলেন, এস-৪০০ কেনার ব্যাপারে যে টানাপড়েন সৃষ্টি হয়েছে তা সমাধানের ব্যাপারে তুরস্কের অবস্থানে কোনো পরিবর্তন আসে নি। চাভুসওগ্লু বলেন, “আমরা সংকট সমাধানের জন্য একটি টেকনিক্যাল ওয়ার্কিং গ্রুপ তৈরির প্রস্তাব দিয়েছি, তাতে ন্যাটো জোটের লোকজনও থাকতে পারেন এবং এখনো সে প্রস্তাব বহাল আছে।”

চাভুসওগ্লু গতকাল আবারো জোর দিয়ে বলেন, তুরস্কের কাছে প্রতিরক্ষা ব্যবস্থার যে চাহিদা রয়েছে তা পূরণে আমেরিকার নির্লিপ্ততার কারণেই মূলত রাশিয়া থেকে এস-৪০০ হান্ড্রেড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিনেছে আঙ্কারা।

তিনি বলেন, মিত্রদের কাছ থেকে গত ১০ বছর ধরে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিনতে সক্ষম না হওয়ার পর রাশিয়া থেকে এ ব্যবস্থা কেনার সিদ্ধান্ত নিয়েছিল তুরস্ক। তিনি জানান, ভবিষ্যতে তুরস্কের জন্য আরো বিমান প্রতিরক্ষা ব্যবস্থার প্রয়োজন হবে।

চাভুসওগ্লু বলেন, শুধু আমেরিকা নয়, ন্যাটোর অন্য মিত্ররাও তুরস্ককে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে সহযোগিতা করতে পারে। যদি তা না হয় তাহলে তুরস্ককে অবশ্যই বিকল্প ব্যবস্থা খুঁজে বের করতে হবে।

সূত্র: পার্সটুডে



 

Show all comments
  • Santanu mandal ১৬ এপ্রিল, ২০২০, ৫:০৩ পিএম says : 0
    Ok
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তুরস্ক

২৮ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ