Inqilab Logo

মঙ্গলবার, ১১ জুন ২০২৪, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৪ যিলহজ ১৪৪৫ হিজরী

কেবল ল্যাবরেটরিতে শনাক্ত হওয়াদের মৃতের সংখ্যা প্রকাশ করা হচ্ছে

করোনা পরীক্ষার আগেই মারা যাচ্ছে বহু লোক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ এপ্রিল, ২০২০, ১:১৭ পিএম

চীনের উহানে করোনাভাইরাসের উৎপত্তিস্থল হলেও করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা এখন সবার শীর্ষে যুক্তরাষ্ট্র। আর যুক্তরাষ্ট্রের ৫১ অঙ্গরাজ্যের মধ্যে খারাপ অবস্থা নিউ ইয়র্কের। নিউ ইয়র্কে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হওয়ার আগেই মারা যাওয়ার ঘটনা ঘটছে।

নিউ ইয়র্কে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন মোট এক লাখ ১০ হাজার ৪২৫ জন এবং মারা গেছেন ৭ হাজার ৯০৫ জন। তবে স্থানীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, শনাক্ত হওয়ার আগেই মৃতদের এই তালিকায় যোগ করা হলে অনেক আগেই সংখ্যাটা ১০ হাজার ছাড়িয়ে যেত।
করোনায় মৃতের সংখ্যা প্রকাশ করা হচ্ছে কেবল ল্যাবরেটরিতে পরীক্ষার পর শনাক্ত হওয়াদের। তবে যারা ল্যাবেই আসতে পারেননি, তাদের সংখ্যাটা সে দেশের অন্য স্থানেও তালিকায় আসছে না।

এদিকে, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬ লাখ ১৪ হাজার ছাড়িয়েছে এবং মৃত্যু ২৬ হাজার ছাড়িয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ