Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুর্ভোগ লাঘবে ঋণ মওকুফের দাবি

রিপোর্ট জমা দিতে পাকিস্তানকে আরো সময় এফএটিএফ’র

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ এপ্রিল, ২০২০, ১১:৫১ পিএম

উন্নয়য়নশীল দেশগুলো যাতে আরো কার্যকরভাবে করেনাভাইরাস মহামারীর বিরুদ্ধে লড়াই করতে পারে সেজন্য জরুরিভিত্তিতে দেশগুলোর ঋণ মওকুফ করার আবেদন জানিয়েছে পাকিস্তান। পাকিস্তানে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৫,১৮৩ জন। মারা গেছে ৮৮ জন। দেশটির অর্থনীতি ইতোমধ্যে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সারা দেশ লকডাউনে থাকায় অর্থনৈতিক কর্মকান্ড বন্ধ হয়ে গেছে এবং ব্যাপক বেকারত্ব দেখা দিয়েছে। রোববার প্রধানমন্ত্রী ইমরান খান এক ভিডিও বার্তায় বলেন, লকডাউনের কারণে তৃতীয় বিশ্বের দেশে দেশে জনগণকে না খেয়ে মারা যেতে দেখে তিনি উদ্বিগ্ন। খান বলেন, ২২০ মিলিয়ন জনসংখ্যার দেশ পাকিস্তানের সবচেয়ে ভালো উদ্দিপক প্যাকেজে ৮ বিলিয়ন ডলার ব্যয় করার সামর্থ আছে। যেসব দেশ বড় আকারের ঋণে ডুবে আছে তাদের পক্ষে স্বাস্থ্য বা সামাজিক খাতে অর্থব্যয়ের সুযোগ কম। অপরদিকে, ফিন্যান্সিয়াল অ্যাকশন টার্স্ক ফোর্সের (এফএটিএফ) বাকি সুপারিশমালা বাস্তবায়নের অবস্থা সম্পর্কে রিপোর্ট জমা দিতে বৈশ্বিক সংস্থাটি পাকিস্তানকে আরো সময় দিয়েছে। ফলে করোনাভাইরাস মহামারীর মধ্যে কিছুটা স্বস্তি পেলো ইসলামাবাদ। এ রিপোর্ট এপ্রিলে পেশ করার কথা থাকলেও পাকিস্তানকে এখন তা আগস্টে পেশ করতে হবে। ২১-২৬ জুনে এফএটিএফের যে পর্যালোচনা হওয়ার কথা ছিলো তা হবে অক্টোবরে। গত ফেব্রুয়ারি মাসে সংস্থাটির পর্যালোচনায় পাকিস্তানকে আগের মতেই ধুষর তালিকায় রাখা হয়। দেশটিকে সন্ত্রাসী অর্থায়ন ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক সুপারিশমালা বাস্তাবায়নের জন্য চলতি বছরের জুন পর্যন্ত নতুন সময়সীমা বেধে দেয়া হয়। প্যারিসে বৈশ্বিক আর্থিক নজরদারি সংস্থাটির ছয়দিনব্যাপী পূর্ণাঙ্গ বৈঠকে পাকিস্তানকে কালো তালিকাভুক্ত না করার সিদ্ধান্ত নেয়া হয়। সংস্থাটি দেখতে পায় যে পাকিস্তান গুরুত্বপূর্ণ সুপারিশগুলো বাস্তবায়নে অগ্রগতি করেছে। পাশাপাশি সন্ত্রাসী অর্থায়ন ও অর্থপাচার রোধে দেশটির আন্তরিকতাও লক্ষ্য করে। রয়টার্স, এক্সপ্রেস ট্রিবিউন, এসএএম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দুর্ভোগ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ