Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রথম ফিরতি হজ ফ্লাইটে ৭ ঘণ্টা বিলম্ব : হাজীদের দুর্ভোগ চরমে

প্রকাশের সময় : ১৮ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

সাউদিয়ার হাজীরা দেশে পৌছেছেন : খাবার ও পানীয় সরবরাহ করা হয়নি
শামসুল ইসলাম : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ও দ্বিতীয় ফিরতি হজ ফ্লাইট নিয়ে বিপর্যয় দেখা দিয়েছে। বিমানের ফিরতি হজ ফ্লাইট অহেতুক বিলম্ব হওয়ায় জেদ্দাস্থ আন্তর্জাতিক হজ টার্মিনালে ইমিগ্রেশন কর্মকর্তাদের মাঝেও অসন্তোষ দেখা দিয়েছে। এতে দেশের মর্যাদা ক্ষুণœ হচ্ছে।
ফিরতি হজ ফ্লাইট ছাড়ার ১২ ঘণ্টা আগে প্রচ- গরমের মধ্যে হাজীদের জেদ্দা আন্তর্জাতিক হজ টার্মিনালে জড়ো করা হলেও কী কারণে ফিরতি হজ ফ্লাইট নিয়ে বিপর্যয়ের সৃষ্টি হয়েছে সে ব্যাপারে কেউ কিছু বলতে পারছে না। মক্কা ও জেদ্দা থেকে একাধিক সূত্র এ তথ্য জানিয়েছে। হাব মহাসচিব শেখ আব্দুল্লাহ মক্কা থেকে টেলিফোনে ফিরতি হজ ফ্লাইটে বিপর্যয়ের জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ এবং বিলম্বে ফিরতি হজ ফ্লাইটের হাজীদের জেদ্দায় হোটেলে নিয়ে প্রয়োজনীয় খাবার ও পানীয় সরবরাহের জন্য বিমানমন্ত্রী রাশেদ খান মেননের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। গতকাল শনিবার জেদ্দার স্থানীয় সময় সকাল ১১টায় বিমানের প্রথম ফিরতি হজ ফ্লাইটের (বিজি-২০১২) ৪১৯ জন হাজী নিয়ে ঢাকার উদ্দেশে যাত্রার করার কথা ছিল। সাউদিয়া এরাবিয়ান এয়ারলাইন্সের প্রথম ফিরতি হজ ফ্লাইট (এসভি-৮০১) ৪০৫ জন হাজী নিয়ে দুপুর পৌনে দু’টায় হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছেছে। সাউদিয়ার দ্বিতীয় ফিরতি হজ ফ্লাইট (এসভি-৮০৪) বিকেল ৩টা ১০ মিনিটে ৪১২ জন হাজী নিয়ে ঢাকায় পৌঁছেছে। সাউদিয়ার আরো একটি হজ ফ্লাইট যোগে হাজীরা ঢাকায় পৌঁছেছেন। সাউদিয়ার হজ ফ্লাইট যথাসময়ে ঢাকায় পৌঁছার জন্য হাজীগণ অত্যন্ত খুশি। বিমানের শিডিউল ফ্লাইটযোগে (বিজি-০৩৮) বিকেল ৪টা ৫ মিনিটে ১৬৩ জন হাজী নিয়ে চট্টগ্রাম বিমান বন্দরে পৌঁছেছে।
বিমানের প্রথম ফিরতি হজ ফ্লাইট ৭ ঘণ্টা বিলম্ব হওয়ায় জেদ্দা আন্তর্জাতিক হজ টার্মিনালে প্রচ- গরমের মাঝে হাজীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। হজ ফ্লাইট ছাড়ার ১২ ঘণ্টা আগে মক্কা থেকে এসব হাজীর জেদ্দা আন্তর্জাতিক হজ টার্মিনালে নিয়ে বসিয়ে রাখা হয়েছে। বিমানের অথর্ব কর্মকর্তারা প্রথম ও দ্বিতীয় ফিরতি হজ ফ্লাইটের হাজীদের কোনো খাবার ও পানীয় সরবরাহ করেননি। সাউদিয়া এরাবিয়ান এয়ারলাইন্সের প্রথম ফিরতি হজ ফ্লাইটসহ একাধিক সাউদিয়া এয়ারলাইন্সের হজ ফ্লাইট যোগে গতকাল শনিবার হাজীগণ যথা সময়েই হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছেছেন। সাউদিয়ার হজ ফ্লাইটে কোনো বিলম্ব না হওয়ায় দেশের মাটিতে পা দিয়েই হাজীগণ মহান আল্লাহপাকের কাছে শুকরিয়া আদায় করেছেন। ঢাকা বিমান বন্দরে হাজীগণ পৌঁছলে অপেক্ষমাণ স্বজনরা তাদের সাথে কুশল বিনিময় করতে গিয়ে অনেকেই চোখের পানি ধরে রাখতে পারেননি। বিমানের প্রথম ও দ্বিতীয় ফিরতি হজ ফ্লাইটের হাজীদের রিসিভ করতে বিমান বন্দরে অপেক্ষমাণ আত্মীয়-স্বজনরা গতকাল সারাদিন-রাত চরম দুর্ভোগ পোহান। মক্কায় বিমানের সিটি চেক-ইন-এর নামে কমিশন বাণিজ্যের মাধ্যমে বিতর্কিত আলফা কার্গোকে ঠিকাদারির দায়িত্ব দেয়ায় বিমানের ফিরতি হজ ফ্লাইটে অহেতুক বিলম্ব হচ্ছে। মক্কায় ঠিকাদারি প্রতিষ্ঠান আলফা কার্গো হাজীদের সঠিকভাবে সার্ভিস দিতে ব্যর্থ হচ্ছে। মক্কার বিভিন্ন আবাসন থেকে হাজীদের মালামাল যথা সময়ে জেদ্দাস্থ আন্তর্জাতিক হজ টার্মিনালে পৌঁছাতে পারছে না আলফা কার্গোর কর্মকর্তারা। স্বল্প সংখ্যক জনবল দিয়ে আলফা কার্গো সিটি চেক-ইনের দায়িত্ব পালন করছে। ২০১৫ সালেও হজ মৌসুমেও বিমান কর্তৃপক্ষ বিতর্কিত আলফা কার্গোর মাধ্যমে হাজীদের সিটি চেক-ইনের কাজের দায়িত্ব দিয়েছিল। হজ ফ্লাইট বিলম্ব হলেও বিমানের পক্ষ থেকে জেদ্দা আন্তর্জাতিক হজ টার্মিনালে দেশে ফেরার জন্য অপেক্ষমাণ হাজীদের কোনো খাবার সরবরাহ করা হয়নি। মক্কা থেকে হাবের মহাসচিব শেখ আব্দুল্লাহ গতকাল রাতে টেলিফোনে ইনকিলাবকে এ তথ্য জানিয়েছেন। বিমানের অথর্ব কর্মকর্তাদের গাফলতির কারণে প্রথম ফিরতি হজ ফ্লাইট নিয়ে ৬/৭ ঘণ্টা বিলম্ব হওয়ায় সরকারের মর্যাদা ক্ষুণœ হচ্ছে। হাব মহাসচিব বলেন, প্রতি বছর মক্কায় বাংলাদেশ হজ মিশনে বিমানের অফিস স্থাপন করে হাজীদের সেবা দেয়া হতো। এবার মক্কার আজিজিয়ায় বিমান অফিস নেয়ায় হাজীগণ ও হজ এজেন্সির মালিকরা বিমানের অফিস খুঁজে পেতে চরম দুর্ভোগ পোহাচ্ছে। তিনি বলেন, বিমানের ঢাকা অফিসের ম্যানেজার কাজী আহসান ও বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জিয়ার দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার দরুণ চলতি হজ মৌসুমে ১৭টি হজ ফ্লাইট বাতিল হয়েছে। বিমানের হজ টিকিটের মূল্য বাড়িয়ে যেসব অসাধু কর্মকর্তারা হাজীদের সাউদিয়া এয়ারলাইন্সে হজ টিকিট কাটতে বাধ্য করেছে এবং হজ ফ্লাইট বাতিলের জন্য দায়ী তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার জোর দাবী জানিয়েছেন হাব মহাসচিব। জেদ্দা আন্তর্জাতিক হজ টার্মিনালে অপেক্ষমাণ হাজীদের কেউ কেউ বিমানের রিজিওনাল ম্যানেজার মি. নূর ও বিমানের অথর্ব কর্মকর্তা আতিক সোবহানকে খুঁজেও পাননি। ক্ষুধার্ত হাজীগণ জেদ্দা হজ টার্মিনালে চরম দুর্ভোগের কবলে পড়েন। ভুক্তভোগী এসব হাজীদের খোঁজখবর নিতে বা সান্ত¦না দিতেও বিমানের কর্মকর্তাদের দেখা যায়নি বলে জানা গেছে। হাজীদের সাথে কোনো রিয়াল না থাকায় তারা সময়মতো খাবার কিনে খেতে পারেননি। বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) খান মোশাররফ হোসেন গতকাল এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন বিমানের প্রথম ফিরতি হজ ফ্লাইট ৪১৯জন হাজী নিয়ে রাত ৮টা ৪০ মিনিটে ঢাকায় পৌছবে। রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত জেদ্দা আন্তর্জাতিক হজ টার্মিনাল থেকে ঐ হজ ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেনি। বিমান আগামী ১৭ অক্টোবর পর্যন্ত ডেডিকেটেড ও শিডিউল মিলিয়ে মোট ১৩৭টি ফ্লাইটযোগে ৪৯,৫৪৫ জন হাজীকে বহন করে দেশে নিয়ে আসবে। বাকি হাজীগণ সাউদিয়া ও বিভিন্ন থার্ড ক্যারিয়ার যোগে দেশে আসবেন। মক্কা থেকে হাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল কবির খান জামান ইনকিলাবকে বলেন, আলফা কার্গো কমিশন ছাড়া অনেক হাজীদের মালামাল বহন করতে চাচ্ছে না। কমিশন বাণিজ্যের মাধ্যমে বিতর্কিত আলফা কার্গোকে ঠি^কাদারি নিয়োগ করা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন। যারা জন্য হাজীদের ফিরতি হজ ফ্লাইট নিয়ে বিপর্যয়ের সৃষ্টি হয়েছে। তিনি যেসব ফিরতি ফ্লাইট বিলম্ব হচ্ছে সেসব হাজীদের হোটেলে আবাসনের ব্যবস্থা করার জোর দাবি জানান।
রাত সাড়ে ৯টায় জেদ্দা থেকে ধর্ম মন্ত্রণালয়ের নিয়োগকৃত আইটি ফার্ম বিজনেস অটোমেশন লিমিটেডের প্রধান সমন্বয়কারী কবির আল-মামুন টেলিফোনে ইনকিলাবকে জানান, জেদ্দার স্থানীয় সময় বিকেল ৫টা ৩৫ মিনিটের বিমানের প্রথম ফিরতি হজ ফ্লাইট ৪১৮ জন হাজী নিয়ে ঢাকার উদ্দেশে জেদ্দা ত্যাগ করেছে। রাত আড়াইটায় প্রথম ফিরতি হজ ফ্লাইটটি ঢাকায় পৌঁছার কথা। রাতে জেদ্দা থেকে বাংলাদেশ কনস্যুলেটের দোভাষী মাহমুদ ইনকিলাবকে জানান, ই-হজ সিস্টেমে কম্পিউটার ওপেন না হওয়ায় হাজীদের মক্কা থেকে জেদ্দা হজ টার্মিনালে পৌঁছতে দেরি হয়েছে। তিনি বলেন, দ্বিতীয় ফিরতি হজ ফ্লাইট ইমিগ্রেশন শেষে ঢাকার উদ্দেশে ছেড়ে যেতে রানওয়ে অপেক্ষা করছে। তৃতীয় ফিরতি হজ ফ্লাইটিও ঢাকার উদ্দেশে যাত্রা করতে প্রস্তুতি নিচ্ছে। দোভাষী মাহমুদ ইনকিলাবকে বলেন, ফিরতি হজ ফ্লাইটের প্রথম দিনে জেদ্দা হজ টার্মিনাল থেকে বিশ্বের বিভিন্ন দেশে প্রায় ৪শ’ হজ ফ্লাইট ছেড়ে যাবে। এতে হাজী নিয়ে অনেক হজ ফ্লাইটকে বিমান বন্দরের রানওয়েতে অপেক্ষা করতে হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রথম ফিরতি হজ ফ্লাইটে ৭ ঘণ্টা বিলম্ব : হাজীদের দুর্ভোগ চরমে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ