বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নেছারাবাদ উপজেলার সংগীতকাঠি গ্রামে এক শারীরিক প্রতিবন্ধি কিশোরীকে (১৩) ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। গতকাল মেয়েটির বাবা বাদী হয়ে রিয়াদুলকে (১৮) আসামি করে থানায় একটি অভিযোগ জমা দিয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেলে সংগীতকাঠি গ্রামের রুহুল আমিন বাদলের ছেলে রিয়াদুল পার্শ্ববর্তী পানাউল্লাপুর গ্রামের হত দরিদ্র পরিবারের ওই কিশোরীকে একটি মুরগীর ফার্মে নিয়ে ধর্ষণ করে।
ওসি কামরুজ্জামান তালুকদার জানান, এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে। কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য পিরোজপুরে পাঠানো হবে। আসামিকে ধরতে ইতোমধ্যে পুলিশি অভিযান শুরু হয়েছে।
এদিকে, মঠবাড়িয়া উপজেলা সংবাদদাতা জানান, মঠবাড়িয়ায় দুই সন্তানের জনক ষাটোর্ধ্ব বৃদ্ধ রুহুল আমিন বিরুদ্ধে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১২) ধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষণের শিকার ওই ছাত্রী এখন ৭ মাসের অন্তঃসত্ত্বা। ওই ছাত্রীর বাবা গতকাল দুপুরে মামলা করলে পুলিশ ধর্ষক রুহুল আমিনকে উপজেলার তুষখালীর জানখালী নতুন বাজার এলাকা থেকে গ্রেফতার করে। রুহুল আমিন দক্ষিণ মিঠাখালী (কালির হাট) গ্রামের মৃত. মফেজ উদ্দিনের ছেলে। জানখালীর রাঙ্গা ছত্তার হাওলাদারের মেয়ে বিয়ে করে প্রায় ৩৫ বছর ধরে রুহুল জানখালী নতুন বাজার এলাকায় স্থায়ীভাবে বসবাস করছে।
মামলা সূত্রে জানা যায়, ধর্ষণের শিকার ওই ছাত্রী প্রায়ই একই গ্রামের জনৈক মহানন্দের বাড়িতে পান কিনতে যেত। গত ছয়-সাত মাস আগে ওই স্কুলছাত্রী পান কিনতে যাবার পথে রুহুল আমিন খাবারের প্রলোভন দেখিয়ে রাস্তার পাশের বাগানে নিয়ে ধর্ষণ করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।