Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্রিটেনে শিশুদের ওপর যৌন হেনস্থা বেড়েছে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০২০, ১১:৫০ পিএম

করোনা ভাইরাসের সংক্রমণ থামাতে লকডাউন চলছে ব্রিটেনে। এতে দেশটিতে অপরাধের হার শতকরা ২১ ভাগ কমে এসেছে। তবে এসময় বেড়েছে ইন্টারনেটভিত্তিক অপরাধ। এছাড়া অনলাইনে শিশুদের ওপর যৌন হেনস্থার ঘটনাও বেড়েছে। ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী প্রিতি প্যাটেল জানান, লকডাউন চলাকালীন দেশটিতে কমপক্ষে ১.৮ মিলিয়ন পাউন্ডের অর্থ জালিয়াতি হয়েছে। একইসঙ্গে তিনি অনলাইনে যারা শিশুদের হেনস্থা করছে তাদেরকেও সাবধান করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী ব্রিটেনের জাতীয় পুলিশ প্রধানের সঙ্গে মিলে সংবাদ সম্মেলন করেন। এতে তিনি জানান, শুধুমাত্র ওয়েস্ট মিডল্যান্ডসেই গত দুই সপ্তাহে ৪০০ জনেরও বেশি অপরাধীকে গ্রেপ্তারে সক্ষম হয়েছে পুলিশ। তবে কঠিন হাতে লকডাউন নিশ্চিতের অভিযোগ এসেছে পুলিশের বিরুদ্ধে। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, পুলিশের কর্মকান্ড আবারো পর্যালোচনা করে দেখা হবে। তারা নাগরিকদের অযথা হয়রানি করলে ব্যবস্থা নেয়া হবে। কোভিড-১৯ রোগে সর্বশেষ এক দিনে বৃটেনে প্রাণ হারিয়েছেন ৯১৭ জন। এতে দেশটিতে মৃতের সংখ্যা বেঁড়ে দাঁড়িয়েছে প্রায় ১০,০০০ জনে। ডেইলি মেইল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ব্রিটেন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ