Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

মঠবাড়িয়ায় ষটোর্ধ বৃদ্ধ কর্তৃক ধর্ষণের শিকার স্কুল ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা ধর্ষক গ্রেপ্তার

মঠবাড়িয়া (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০২০, ৪:১৮ পিএম

পিরোজপুরের মঠবাড়িয়ায় দুই সন্তানের জনক ষাটোর্ধ বৃদ্ধ রুহুল আমিন কর্তৃক ধর্ষিত সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রী (১২) কে ধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষণের শিকার ওই ছাত্রী এখন সাত মাসের অন্তঃসত্ত্বা। ওই ছাত্রীর বাবা রোববার দুপুরে মঠবাড়িয়া থানায় মামলা করলে দুপুরেই পুলিশ ধর্ষক রুহুল আমিনকে উপজেলার তুষখালীর জানখালী নতুন বাজার এলাকা থেকে গ্রেপ্তার করে। রুহুল আমিন দক্ষিণ মিঠাখালী (কালির হাট) গ্রামের মৃতঃ মফেজ উদ্দিনের ছেলে। জানখালীর রাঙ্গা ছত্তার হাওলাদারের মেয়ে বিয়ে করে প্রায় ৩৫ বছর ধরে রুহুল জানখালী নতুন বাজার এলাকায় স্থায়ীভাবে বসবাস করছে।

মামলা সূত্রে জানা যায়, ধর্ষণের শিকার ওই ছাত্রী প্রায়ই একই গ্রামের জনৈক মহানন্দের বাড়িতে পান কিনতে যেত। গত ছয় সাত মাস আগে ওই স্কুল ছাত্রী পান কিনতে যাবার পথে রুহুল আমিন খাবারের প্রলোভন দেখিয়ে রাস্তার পাশের বাগানে নিয়ে ধর্ষণ করে। ধর্ষণের ঘটনা কাউকে বললে খুন করার হুমকি দেয়ায় ওই ছাত্রী মুখ বন্ধ রাখে। গত শনিবার বিকেলে অন্তঃসত্ত্বার বিষয়টি ওই স্কুল ছাত্রীর পরিবারের সদস্যদের নিকট প্রকাশ পেলে রোববার দুপুরে থানায় এসে মামলা করে।
মঠবাড়িয়া থানার ওসি মাসুদুজ্জামান বলেন, ধর্ষক রুহুল আমিনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার তাকে আদালতে সোপর্দ করা হবে। ধর্ষণের শিকার ওই ছাত্রীকে ডাক্তারী পরিক্ষার জন্য পিরোজপুর সিভিল সার্জন কর্যালয় পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ধর্ষণ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ