মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
লকডাউনের কারণে বাইরে বের হওয়া বন্ধ। সেই সঙ্গে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বাদে বাকি সব জিনিসের দোকান বন্ধ। আর এই পরিস্থিতিতে অ্যালকোহল প্রেমীরা পড়েছেন মহা বিপদে। এ কারণে তারা বাড়িতেই মদ ডেলিভারির অর্ডার করছেন। এদিকে অন্য সব যানবাহন বন্ধ থাকায় মদ ডেলিভারির জন্য অ্যাম্বুলেন্সকেই বেছে নিয়েছেন মদ ব্যবসায়ীরা। সম্প্রতি মদসহ এমনই একটি অ্যাম্বুলেন্স জব্দ করেছে পুলিশ।
ভারতীয় সংবাদ মাধ্যম স্থানীয় পুলিশের সূত্র দিয়ে জানায়, লকডাউনের মধ্যে ছুটছিল অ্যাম্বুলেন্সটি। পরে পুলিশ তল্লাশি চৌকিতে আটক করে দেখা যায় সেখানে মদের কার্টুন এবং বিদেশি মদ। এ সময় ভেতরে থাকা দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। যা দেখে রীতিমতো বিস্ময় প্রকাশ করেন পুলিশ সদস্যরা।
এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। আটকরা জানিয়েছে, গাড়িভর্তি মদ নিয়ে তারা হোম ডেলিভারির জন্য বেরিয়েছিল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।