বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার বিলশিমলা এলাকার একটি বাড়ি লকডাউন করেছে পুলিশ। শুক্রবার রাতে বাড়িটি লকডাউন করা হয়। ফরিদপুর থেকে এক ব্যক্তি ওই বাড়িতে আসায় লকডাউন করা হয়েছে বলে জানান রাজপাড়া থানার ওসি শাহাদাত হোসেন খান।
তিনি বলেন, শুক্রবার এক ব্যক্তি ফরিদপুর থেকে ওই বাড়িতে আসে। বিষয়টি জানান পর ওই বাড়তে গিয়ে বসবাসকারিদের জিজ্ঞাসাবাদের পর বাড়িটি লকডাউন করা হয়। বাড়ির কোন লোকজন আগামী ১৪ দিন বের হতে পারবেন না। বাড়ি লকডাউন ঘোষণার সময় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর উপস্থিত ছিলেন।
রাজশাহীর সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ১০ মার্চ থেকে এ পর্যন্ত রাজশাহীতে কোয়ারেন্টিনে নেয়া হয় ১১২২ জনকে। এদের মধ্যে ছাড়পাত্র দেয়া হয়েছে ১০৬৭ জনকে। বর্তমানে কোয়ারেন্টিনে রয়েছেন ৫৫ জন। আর নতুন করে কোয়ারেন্টিনে নেয়া হয়েছে পাঁচজনকে। এর মধ্যে ঢাকা থেকে ফেরত চারজন ও স্থানীয় একজন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।