Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সামাজিক দূরত্ব নিশ্চিতে তল্লাশি অভিযান

করোনায় সক্রিয় সেনাবাহিনী-পুলিশ

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ এপ্রিল, ২০২০, ১১:৫০ পিএম

করোনাভাইরাস মোকাবেলায় সামাজিক দূরত্ব নিশ্চিতে রাজধানীর বিভিন্ন এলাকায় চেকপোস্ট বসিয়ে গতকাল শুক্রবারও তল্লাশি করেছে সেনাবাহিনী ও পুলিশ। একই সঙ্গে ঢাকায় আসা যাওয়া বন্ধে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। অন্যদিকে দেশের ৬২টি জেলায় করোনাভাইরাস প্রতিরোধে স্থানীয় প্রশাসনকে সহায়তা করে সেনাবাহিনীর সদস্যরা বিভিন্ন কার্যক্রমে অংশ গ্রহন করেছে।

আইন-শৃংখলা বাহিনী সূত্রে জানা গেছে, জরুরি কারণ ছাড়া কাউকে রাজধানীতে ঢুকতে বা বের হতে দেয়া হচ্ছে না। এছাড়া অযথা যারা বাসা থেকে বের হচ্ছেন সেটি নিয়ন্ত্রণেও সকাল থেকে রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসিয়ে জেরা করার হচ্ছে। যারা কোনো কারণ ছাড়া বাইরে বের হচ্ছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।

রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, মানুষদের মাঝে সচেতনতা তৈরি করতে গতকাল মাঠে ছিল সেনাবাহিনী ও র‌্যাব সদস্যরা। সাধারণ মানুষকে ঘরে থাকতে উদ্বুদ্ধ করছেন তারা। যদিও বরাবরের মতো নানা অযৌক্তিক অজুহাতে ঘর থেকে বের হচ্ছেন নগরবাসী। করোনার সংক্রমণ দেখা দেওয়ায় রাজধানীর অর্ধশতাধিক এলাকা লকডাউন করা হয়েছে। সে সব এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি থাকলেও অনেকেই নিষেধাজ্ঞা অমান্য করে বের হচ্ছেন।

বিমান বাহিনীর হেলিকপ্টারের মাধ্যমে দুর্গম পাহাড়ী এলাকায় চিকিৎসা আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় যেকোন ধরনের দূর্যোগ মোকাবেলায় বাংলাদেশ বিমান বাহিনী সর্বদা সহায়তা প্রদান করে আসছে। বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ বিমান বাহিনী জরুরী বিমান পরিবহন এবং মেডিক্যাল ইভাকোয়েশন সহায়তা প্রদান করে থাকে। এরই ধারাবাহিকতায়, বাংলাদেশ বিমান বাহিনীর একটি এমআই-১৭ এসএইচ হেলিকপ্টার যোগে বৃহস্পতিবার ১০ জনের একটি টিকা প্রদানকারী দল খাগড়াছড়ি জেলার মারিশা হতে নিউ থাংনাং পাড়া গমন করে। খাগড়াছড়ি জেলার সাজেক ইউনিয়ন এর দুর্গম পাহাড়ী এলাকায় হামের প্রাদুর্ভাব দেখা দেয়ায় সেখানে ১১৫০০ শিশুকে টিকা দেয়ার জন্য এই দলটি গমন করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অভিযান

২০ অক্টোবর, ২০২২
১৮ অক্টোবর, ২০২২
১৭ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ