Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বার্সার ৬ পরিচালকের পদত্যাগ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১০ এপ্রিল, ২০২০, ১১:৫০ পিএম

 স¤প্রতি ফুটবলের বাইরের বিভিন্ন ঘটনায় খবরের শিরোনাম হওয়া বার্সেলোনা এবার খেল বড় ধাক্কা। একসঙ্গে ক্লাবটির ছয়জন পরিচালক পদত্যাগ করেছেন। এই ছয়জন একটি যৌথ সাক্ষরিত পদত্যাগপত্র গতপরশু জমা দিয়েছেন বলে জানায় স্প্যানিশ গণমাধ্যম। বিদায়বেলায় তারা একটি বিবৃতিও দিয়েছে।

পদত্যাগের কারণ হিসেবে সঙ্কটকালীন সময়ে ক্লাবের দুর্বল ব্যবস্থাপনা, সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ে তৈরি হওয়া ইস্যু এবং করোনাভাইরাসে সৃষ্টি হওয়া জরুরি অবস্থা পরবর্তী ক্লাবের অনিশ্চিত ভবিষ্যতের কথা বলা হয়েছে বিবৃতিতে।

তারা চলে যাওয়ায় ক্লাবের বোর্ডে সদস্য সংখ্যা এখন ১৩ জন। ক্লাব সভাপতি জোজেপ মারিয়া বার্তোমেউ অবশ্য এর আগেই সহ-সভাপতিসহ চার পরিচালককে পদত্যাগ করার কথা বলেছিলেন। তাদের সঙ্গে যোগ দিয়ে শেষ পর্যন্ত ছয় জন সরে দাঁড়ালেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ