Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুড়িগ্রামের চিলমারীতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৫ বাড়ী পুড়ে ছাই

কুড়িগ্রাম জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ এপ্রিল, ২০২০, ৩:১৬ পিএম

কুড়িগ্রামের চিলমারীতে রান্নার করার সময় চুলার আগুন লেগে ৫টি বাড়ী পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার দুপুরে উপজেলার চিলমারী ইউনিয়নের চর শাখাহাতি এলাকায় এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

অগ্নিকাণ্ডে গরু বিক্রির নগদ ২ লক্ষ টাকাসহ ৫ বাড়ীর প্রায় ৭ লক্ষ টাকার মালামাল পুড়ে যায়।

স্থানীয়রা জানান, বাদশা মিয়ার বাড়ীতে রান্না করার সময় চুলার আগুন রান্না ঘরে লাগে। মুহুর্তেই তা পাশ্ববর্তী বাদশা মিয়ার বাড়ীসহ ৩ বিধবা বিজলী বেগম, মরিয়ম বেগম, জবেদা বেগম ও মোনাল মিয়ার বাড়ী পুড়ে ছাই হয়ে যায়। এ সময় বিজলী বেগমের মা আরামবানু বেওয়া ঘরে আটকা পড়লে স্থানীয়রা ঘর ভেঙ্গে তাকে উদ্ধার করে। আগুনে আরাম বানু’র কপাল ও শরীরের বেশ কয়েক জায়গা পুড়ে যায়।

চিলমারী ইউনিয়নের চেয়ারম্যান গওছল হক মন্ডল বিষয়টি নিশ্চিত করে জানান, পুড়ে যাওয়া বাড়ীর বাসিন্দাদের পুর্নবাসনে সহযোগীতা করা হবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অগ্নিকাণ্ড

২৬ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ