Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফরাশগঞ্জে মিঠুন, সৈকত ও রাজন

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৮ এপ্রিল, ২০২০, ৭:৪১ পিএম

জুন মাসে শুরু হওয়ার কথা বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের খেলা। এরই মধ্যে দল গঠনের কাজ প্রায় শেষ করেছে কিছু ক্লাব। অন্যবারের মতো এবারো চ্যাম্পিয়নশিপ লিগে ভিন্ন ভিন্ন ক্লাবে দেখা যেতে পারে জাতীয় দলের সাবেক ফুটবলারদের। এবার এই তালিকায় থাকছেন মোহামেডানের মিঠুন চৌধুরী, ঢাকা আবাহনীতে খেলা সৈকত ভৌমিক ও আরামবাগ ক্রীড়া সংঘে খেলা রাজন মিয়াকে। এবার এই তিন ফুটবলারকে দলে ভিড়িয়েছে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব। দলটি আবার ফিরতে চায় প্রিমিয়ার লিগে। ৯০ লাখ টাকার বাজেটের পুরানো ঢাকার ক্লাবটিতে এবার মিঠুন চৌধুরীই হচ্ছেন সর্বোচ্চ পারিশ্রমিকধারী ফুটবলার। ক্লাব কর্মকর্তা মানস বোস বাবুরাম বলেন, ‘এই তিন ফুটবলার ছাড়াও অনূর্ধ্ব-১৯ জাতীয় দলের কয়েকজন ফুটবলারকে নেয়া হয়েছে। কোচ হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে মহিদুর রহমান মিরাজকে। এর আগে বাংলাদেশ জাতীয় দলে খেলা মনোয়ার হোসেন, রোকনুজ্জামান কাঞ্চন, সৈয়দ রাসেল তূর্য্য খেলেছিলেন চ্যাম্পিয়নশিপ লিগে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ