প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
চলমান করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া মেকআপ শিল্পীদের দুর্দিনে সহায়তার হাত বাড়িয়ে দিলেন অভিনেত্রী কুসুম শিকদার। মেকআপ শিল্পীরা অভিনয় শিল্পীদের সৌন্দর্য বর্ধনে কাজ করে থাকেন। এককথায় চলচ্চিত্র, থিয়েটার, টেলিভিশন এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানে মেকআপ শিল্পীদের বিশেষ ভূমিকা রয়েছে। এমন বিবেচনায় এই দুঃসময়ে মেকআপ শিল্পীদের পাশে দাঁড়ালেন বলে কুমসুম শিকদার জানিয়েছেন। কুসুম বলেন, ‘খুব মন্দ সময়ের মধ্য দিয়ে দিন কাটছে মেকাপ শিল্পীদের। আমি নিজ থেকে তাদের সংগঠনের সভাপতি বাবুল ভাইয়ের সঙ্গে যোগাযোগ করলে তিনি আমাকে ১৫ জনের তালিকা দেন। এরপর তাদের সঙ্গে যোগাযোগ করে খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি।’ তিনি বলেন, ‘হয়তো লজ্জা করে অনেকে জানাবেন না, তাদের দুঃসময়ের কথা। তারপরও আমি অনুরোধ করবো, খাদ্য সংকটে যদি কেউ থাকেন তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আপনাদের খাবার আমি পৌঁছে দেবো বাড়িতে। আপনাদের কাছে আমার অনুরোধ দিন শেষে ক্ষুধার্থ অবস্থায় রাত কাটাবেন না। যাদের সঙ্গে আমার পরিচয় নেই বা আমি তাদের সম্পর্কে কোথাও থেকে কোনো ইনফরমেশন পায়নি তারা আমার সঙ্গে যোগাযোগ করতে লজ্জা বা দ্বিধাবোধ করবেন না। আমাকে জানালে আমি অত্যন্ত খুশি হবো।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।