প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
নিজের বাড়ি থেকে ৫ এপ্রিল লাইভ কনসার্ট করার কথা দিয়েছিলেন গায়ক-সঙ্গীত পরিচালক কৈলাশ খের। শেষ পর্যন্ত সেই দিনের কনসার্ট বাতিল করে আরও কয়েকজন শিল্পীকে নিয়ে ভারচুয়াল কনসার্টের সিরিজ করার পরিকল্পনা করেছেন। “৫ এপ্রিলের ভারচুয়াল কনসার্ট পিছিয়ে দেয়া হয়েছে। আমি আর আরও কয়েকজন নামী শিল্পী অচিরেই বড় একটি ঘোষণা দিতে যাচ্ছি,” খের বলেন। কৈলাশের ভক্তদের জন্য তিনি আরও একটি সুখবর দিয়েছেন। “কয়েকদিন আগে আমি ভারচুয়াল কনসার্টের ঘোষণা দেবার পর সঙ্গীত জগত, সংবাদ মাধ্যম এবং জনতার কাছ থেকে অভূতপূর্ব সাড়া পেয়েছি। বেশ কয়েকজন শিল্পী ও সঙ্গীত ব্যক্তিত্ব সঙ্গীত ও শিল্পের মাধ্যমে আলো ছড়িয়ে ‘প্রকাশ আলোকন’ কার্যক্রমে অংশ নেবার ইচ্ছা প্রকাশ করেছেন,” ‘তেরি দিওয়ানি’ গায়ক বলেন। “আমরা এখন ভারচুয়াল কনসার্টের সিরিজ করার পরিকল্পনা করছি, এতে দেশের শিল্পীরা এক হবে,” তিনি আরও বলেন। এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রবিবার রাত নয়টায় (ভারতীয় সময়) নয় মিনিট আলো জ্বেলে রেখে করোনাভাইরাসের কারণে আসা আঁধার সরাবার জন্য ‘প্রকাশ আলোকন’-এর ঘোষণা দেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।