বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
করোনা ভাইরাসের আতঙ্কের মধ্যেও একত্রে জমা হয়ে নিয়মিত মাদক সেবন করছিল সংঘবদ্ধ মাদকসেবীরা। সতর্ক করায় জুয়েল মিয়া (৩০) নামে এক যুবক মারধরের শিকার হলেন তাদের হাতে। জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের ডোয়াইল বাজারে রোববার রাতে এ ঘটনা ঘটে। মূমুর্ষূ অবস্থায় তাকে সরিষাবাড়ী হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত যুবক ডোয়াইল গ্রামের মাজম আলীর ছেলে।
হাসপাতালে চিকিৎসাধীন জুয়েল মিয়া জানান, ডোয়াইল গ্রামের আব্দুল আজিজের ছেলে খাটা আক্তারের নেতৃত্বে ৫-৭ জন মাদকসেবী তার বাড়ির পাশের গোপাল সুতারের ছেলে লিটন মিয়ার ঘরে নিয়মিত মাদক সেবন করতো। করোনার আতঙ্ককে উপেক্ষা করে তারা নিয়মিত আড্ডা অব্যাহত রাখায় জুয়েল মিয়া তাদের সতর্ক করে দেন। এতে মাদকসেবীরা ক্ষিপ্ত হয়ে উঠে। রোববার সন্ধ্যায় খাটা আক্তার তাকে ডোয়াইল বালুর মাঠে ডেকে নেয় জুয়েলকে। তারপর ঐ মাঠে আক্তার, লিটন, রোকন, সুমন, শফিকসহ আরো কতিপয়রা মিলে এলোপাথারি পিটিয়ে ফেলে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। মারধরে জুয়েলের হাত-পাসহ শরীরের বিভিন্ন স্থানে ফোলা ও জখম হয়ে গেছে।
জুয়েল মিয়া আরো জানান, মাদকসেবীরা তার পরিবারকেও হুমকি দিচ্ছে। তিনি সুস্থ হয়ে থানায় অভিযোগ দায়ের করবেন বলেও জানান।
এ ব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মাজেদুর রহমান বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। তবে ডোয়াইল এলাকার অনেকেই নাম প্রকাশ না করার শর্তে জানান, এই মাদক সেবী গংরা ক্ষমতাসীন দলের স্থানীয় কোন নেতার পালিত বখাটে। এদের উচ্ছেদ সহ জুয়েলকে মারধরে ন্যায় বিচার চায় ডোয়াইল বাসী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।