বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নগরীর ঈদগাহ থেকে বায়েজিদে কর্মস্থলে যাওয়ার পথে টাইগারপাস এলাকায় মারা গেছেন মো. সেলিম উদ্দীন নামে এক যুবক। সোমবার সকালে টাইগারপাস মোড়ে এ ঘটনা ঘটে। তিনি বায়েজিদ বোস্তামি থানার তারা গেইট এলাকার জিরাত ফ্যাশনের সহকারী ম্যানেজার (মার্চেন্ডাইজিং) বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। সেলিম উদ্দীন সাতকানিয়ার উত্তর মাদার্শা এলাকার মো. রহমত আলীর ছেলে।
খুলশী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. দেলোয়ার বলেন, এক যুবকের রাস্তায় পড়ে থাকার খবর পেয়ে সেখানে গিয়ে দেখি তার স্বজনরা তাকে হাসপাতালে নিয়ে গেছে। পরে জানতে পারি পথে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
সেলিম উদ্দীনের ভাতিজা মো. রায়হান বলেন, ঈদগাহ এলাকার বাসা থেকে বায়েজিদের কর্মস্থলে যাচ্ছিলেন। পথে তিনি রাস্তায় পড়ে যান। ঘটনাস্থলেই তিনি মারা গেছেন। বাসা থেকে হাসিমুখে বের হয়েছেন।
এর ঘণ্টাখানেক পরে নগরীর চকবাজার অলি খাঁ মসজিদ এলাকায় সড়কে হৃদরোগে আক্রান্ত হয়ে এক রিকশা চালকের মৃত্যু হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।