Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজধানীতে খাবার বিতরণ অব্যাহত রেখেছে পুলিশ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৫ এপ্রিল, ২০২০, ১২:০১ এএম

রাজধানীর বিভিন্ন এলাকায় গরীব ও অসহায় মানুশের মাঝে খাবার বিতরণ ও বিভিন্ন এলাকায় জীবাণুনাশক স্প্রে ছিটানো অব্যাহত রেখেছে ঢাকা মহানগর পুলিশ। প্রতিদিনের ন্যায় গতকাল সকাল বিকেল দুই বার রাজধানীর বিভিন্ন এলাকায় জীবাণুনাশক ঔষধ ছিটানো হয়।
পুলিশ জানায়, গত ২৫ মার্চ থেকে নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষায় ও করোনা ভাইরাসের সংক্রমন রোধে প্রতিদিন ডিএমপির ৮টি ওয়াটার ক্যানন ৮ ক্রাইম বিভাগের বিভিন্ন স্থানে জীবাণুনাশক স্প্রে ছিটানো হয়। প্রতিদিন সকাল ১০টা থেকে ১২টা প্রথম বার। আর বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দ্বিতীয় বার এ কার্যক্রম পরিচালিত হয়।
এদিকে, প্রতিদিনের ন্যায় গতকাল দুপুরেও রাজধানীর ৫০টি থানায় গরীব অসহায় মানুষের হাতে খাবার পৌঁছে দেয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এসি মো. মফিজুর রহমান পলাশ।
তিনি জানান, করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে। এছাড়া ডিএমপির এ কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন ইউনিটে পক্ষ আলাদা কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে জানান তিনি।
তিনি আরো জানান, গতকাল রাজধানীর বংশাল থানা এলাকায় বন্ধু মহলের সহযোগিতায় ২০০ শত পরিবারকে বাসায় বাসায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এ সময় প্রতি পরিবারকে ৫ কেজি চাল, ২ কেজি আটা, ২ কেজি আলু, ১ লিটার তেল, ১ কেজি লবন, ১ কেজি পেঁয়াজ ও একটি ডেটল সাবান দেয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পুলিশ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ