বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
করোনা নিয়ে কেউ গুজব রটানোর চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী। আজ শনিবার এক ভিডিও বার্তায় তিনি এ হুঁশিয়ারি দেন।
সিভিল সার্জন বলেন, করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে বলে গুজব রটানো হচ্ছে। বর্তমানে রোগীটি আগের চেয়ে ভালো রয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি মহল গুজব ছড়ানোর চেষ্টা করছে। কেউ গুজব ছড়ানোর চেষ্টা করলে প্রশাসন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে।
তিনি আরও বলেন, চট্টগ্রামে এখন পর্যন্ত যে দু’জন করোনা রোগী শনাক্ত হয়েছে তার মধ্যে একজন ওমরাহ ফেরত এবং অপরজন ওমরাহ ফেরত রোগীর সংস্পর্শে এসেছিলেন। আমরা সকলে যদি সতর্ক এবং সচেতন থাকি তাহলে যেকোন পরিস্থিতি মোকাবিলা করতে পারবো।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।