Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিখিলের সঙ্গে প্রেম করছেন ঊষসী, গুজব নয় সত্য!

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২ জুলাই, ২০২২, ১২:০৩ এএম

২০২১ এই সব সম্পর্ক গুটিয়েছেন নুসরত এবং নিখিল জৈন। অভিনেত্রী নুসরতেরও এখন সুখের সংসার। ওদিকে নিখিল নাকি চুটিয়ে প্রেম করছেন টলিপাড়ার বকুলের সঙ্গে। কী বুঝতে পারলেন না, ইন্ডাস্ট্রির আনাচে কানাচে কান পাতলেই শোনা যাচ্ছে, অভিনেত্রী ঊষসী রায় এবং নিখিল নাকি চুটিয়ে প্রেম করছেন। এমনটাই গুঞ্জন। কিন্তু এই বিষয়টিকে ঊষসী একেবারেই মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন। তাঁর কথায়, তিনি নিজেও জানেন না যে এ ধরনের কথা কেন রটছে। মানুষকে প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়া প্রভাবিত করে চলেছে। তাই ইনস্টাগ্রামে তিনি আর নিখিল একে অপরকে ফলো করেন বা আপডেটেড ছবিতে লাইক করেন বলেই মানুষের ধারণা তাঁদের দু’জনের মধ্যে সম্পর্কে রয়েছে। এদিকে এও শোনা যাচ্ছে যে, রাজা চন্দের আগামী ছবির নায়িকা ঊষসী, সেখানেও নাকি পরিস্থিতি জটিল। প্রযোজকের সঙ্গে ঊষসীর ঘনিষ্ঠতার জন্যে নাকি সেই ছবির শুটিং বাতিল হতে পারে। যদিও এই কথা এড়িয়ে প্রযোজক সংস্থার থেকে জানানো হয়েছে যে, ছবিটি হবে কিন্তু কিছু কারণের জন্যে ছবির শুটিং দেরি করে শুরু হবে। প্রসঙ্গত, মাস কয়েক আগেই একটি ফোটোশ্যুটের জন্য আন্দামানে গিয়েছিলেন ঊষসী। গুঞ্জন, সেখানে নাকি অভিনেত্রীর সঙ্গে ছিলেন নিখিল। একসঙ্গে সময় কাটিয়েছেন তাঁরা। কিন্তু এই প্রসঙ্গে যাবতীয় জল্পনা উড়িয়ে দিয়ে ঊষসী নিজেই জানিয়েছেন, আন্দামানে তিনি গিয়েছিলেন ঠিকই, কিন্তু তিনি তাঁর সহকর্মীদের সঙ্গে গিয়েছিলেন, একসঙ্গে ঘুরেছেন সবাই, কাজ করেছেন। বিশ্বাস নাহলে তিনি আন্দামানের টিকিট, হোটেল বুকিংয়ের সব তথ্য দেখিয়ে দিতে পারেন। নিজের রক্ত জল করা পরিশ্রমের টাকায় ঘুরেছেন তিনি। সুতরাং এই প্রশ্নই ওঠে না। এছাড়া পর্দার ‘কাদম্বিনী’ দাবি করেন যে, নিখিলের সঙ্গে তাঁর বিশেষ কোনও পরিচয় নেই। আসলে তিনি আর নিখিল একই জায়গায় জিম করতেন। তখন অল্পস্বল্প কথা হত। কিন্তু ওই জিম ছেড়ে দেওয়ার পর তেমন কোনও যোগাযোগ নেই নিখিলের সঙ্গে। এমনকী নিজের স্বপক্ষে যুক্তি দিয়ে নায়িকা বলেন, মৈনাক ভৌমিকের ‘মিনি’র প্রিমিয়ারে নিখিলের সঙ্গে তাঁর দেখা হয়েছিল। কিন্তু সেখানে আলাদা-আলাদা উপস্থিত হয়েছিলেন তাঁরা। যদিও নিখিলের সঙ্গে তাঁর কিছু থাকত, তাহলে তো একসঙ্গে যেতে পারতেন তাঁরা সেখানে। আপাতত ঊষসীর কাছে কাজ ছাড়া একটুও সময় নেই যে তিনি কাজ ছেড়ে প্রেম করবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিখিলের সঙ্গে প্রেম করছেন ঊষসী
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ