Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ট্রাম্পকে ইমপিচমেন্ট প্রচেষ্টা : মার্কিন গোয়েন্দা প্রধানকে অব্যাহতি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০২০, ৫:৫৪ পিএম

যুক্তরাষ্ট্রের প্রধান আইন প্রণেতাদের শুক্রবার এক চিঠিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ কথা বলেন। চিঠিতে বলা হয়, গোয়েন্দা মহাপরিদর্শক মাইকেল আটকিনসন তাকে ইমপিচমেন্ট প্রচেষ্টায় জড়িত থাকার বিষয়টি প্রমাণিত হয়েছে। এ কারণে, তিনি আর এ পদে থাকতে পারেন না। -রয়টার্স, বিবিসি, সিএনএন
এক কর্মকর্তা জানিয়েছেন, এখন গোয়েন্দা সংস্থার ভারপ্রাপ্ত মহাপরিদর্শকের দায়িত্ব পালন করবেন থমাস মনহেইম।
আটকিনসনকে ট্রাম্প নিয়োগ করেছিলেন। এই গোয়েন্দা কর্মকর্তা বলেন, নির্বাচনে সুবিধা নিতে ট্রাম্প তাকে দিয়ে ক্ষমতার অপব্যহার করিয়েছেন। গুরুতর জাতীয় সুরক্ষা এবং গোয়েন্দা প্রতিরক্ষাকে তিনি ঝুঁকিতে ফেলেছেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলডিমির জেলেনস্কিকে ২৫ জুলাই ফোনালাপের সময় ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট মনোনয়ন প্রত্যাশী জো বাইডেন এবং তার ছেলের বিরুদ্ধে তদন্তের জন্য জন্য চাপ দেন।
ডেমোক্র্যাটিক নেতৃত্বাধীন হাউস অব রিপ্রেজেনটেটিভ গত বছর ট্রাম্পকে অভিশংসনের পক্ষে ভোট দিয়েছিল। তবে রিপাবলিকান নেতৃত্বাধীন সিনেট তাকে ফেব্রুয়ারির শুরুতে অভিযোগ থেকে খালাস দেয়। ২০১৬ সালের ৮ নভেম্বরের নির্বাচনে প্রেসিডেন্ট নির্বাচিত হন ট্রাম্প। ২০১৭ সালের ২০ জানুয়ারি তিনি শপথ নেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ