মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যুক্তরাষ্ট্রে বেকারত্বের সংখ্যায় নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। দেশটিতে ৬৬ লাখ ৫০ হাজার মানুষ বেকারত্ব সুবিধার জন্য আবেদন করেছেন। করোনা ভাইরাসে দেশটির অর্থনীতির উপর চাপ বাড়ছে। এমতাবস্থায়, বাড়ছে বেকারত্বের সংখ্যাও। তবে প্রকৃত বেকারের সংখ্যা আরো বেশি বলে আশঙ্কা করা হচ্ছে। অনেক বেকারই ফোনে বা অনলাইনে সুবিধার জন্য আবেদন করতে পারেননি বলে দাবি করেছেন। এ খবর দিয়েছে বিবিসি। খবরে বলা হয়, খন্ডকালীন কর্মীদের মতো অনেকেই বেকারত্ব ভাতা বা সুবিধা পান না। শ্রম মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, গত সপ্তাহে দেশটিতে এমন সুবিধার জন্য আবেদন করেছিলেন ৩৩ লাখ মানুষ। এই সপ্তাহে তা দ্বিগুণ হয়েছে। আধুনিক যুক্তরাষ্ট্রের ইতিহাসে এমন নজির কম। বেকারত্ব সুবিধার আবেদন সামলাতে হিমশিম খাচ্ছেন অনেক রাজ্য সরকার। করোনা ভাইরাসের প্রকোপে উৎপাদন বন্ধ রেখেছে অনেক গাড়ি প্রস্তুতকারী সংস্থা। কমেছে বিমান ভ্রমণও। অর্থনীতিবিদরা জানিয়েছেন, বর্তমানে লকডাউনে রয়েছে যুক্তরাষ্ট্রের মোট কর্মীসংখ্যার এক-পঞ্চমাংশ। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।