Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুক্তরাষ্ট্রে ৬৬ লাখ বেকারের ১ কোটি ডলার ভাতা দাবি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ এপ্রিল, ২০২০, ৬:৫৪ পিএম

যুক্তরাষ্ট্রে লকডাউন কিংবা কোয়ারেন্টাইনে বসে থাকা ৬৬ লাখ ব্যক্তি সরকারের কাছে দুই সপ্তাহের জন্য প্রায় ১ কোটি ডলার বেকার ভাতা প্রদানের আবেদন জানিয়েছেন। তবে অর্থনীতিবিদরা বলছেন, আবেদনকারীর সংখ্যা ৪০ লাখের কাছাকাছি হবে। -সিএনএন, আরটি মার্কিন শ্রম বিভাগ বলছে গত ২৮ মার্চ এধরনের আবেদনকারীর সংখ্যা ৬৬ লাখ ৪৮ হাজার হলেও এর আগের সপ্তাহের চেয়ে আবেদন জমা পড়েছে ৩৩ লাখ ৪১ হাজার বেশি।

পেনসিলভানিয়া, ওহাইও ও ম্যাসাচুয়েটস এই তিন মার্কিন রাজ্য থেকে ৩ লাখেরও বেশ আবেদন জমা পড়েছে।
গত ২১ মার্চ নাগাদ ৩৩ লাখ ব্যক্তি বেকার ভাতার আবেদন করলে তা ১৯৮২ সালের রেকর্ড ছাড়িয়ে যায়। সাধারণত সপ্তাহে এধরনের আবেদন জমা পড়ে ৬ লাখ ৯৫ হাজার।

যুক্তরাষ্ট্রে মোটামুটি ৬ শতাংশ অর্থাৎ ১৬৫ মিলিয়নের শক্তিশালী কর্মী বাহিনী রয়েছে। তবে করোনাভাইরাসের কারণে বেকারত্বের হার সাড়ে ৯ থেকে ১০.১ শতাংশে দাঁড়িয়েছে বলে দাবি করেছেন রিফিনিটিভ কনসেনসাস’এর প্রধান অর্থনীতিবিদ জোসেফ ব্রুসুয়েলাস।
তবে এত বিপুল পরিমানে বেকার ভাতার দাবিটিও যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ