বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
একই সময় পৃথক দুটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় জামাই শ্বশুরের ৮টি বাড়ী পুড়ে ছাই হয়েছে । এ ঘটনাটি ঘটেছে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার তালুক শিমুলবাড়ির নন্দিরকুটি গ্রামে। এতে ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় অর্ধকোটি টাকার সম্পদ।
স্থানীয়রা জানান,গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে নন্দিরকুটি গ্রামের সৈয়দ আলীর বাড়ীর গোয়াল ঘরে মশা তাড়ানোর লাগানো কয়েলের আগুন থেকে সুত্রপাত ঘটে। এতে তার বাড়ীসহ পাশের ফাতেমার বাড়ীও পুড়ে যায়। স্থানীয় লোকজন সেখানে আগুন নিয়ন্ত্রণ করতে ছুটে যান । অপর দিকে সৈয়দ আলীর বাড়ী পুড়ে যাওয়া শেষ হতে না হতেই এক কিলোমিটার অদূরে তার নিজের মেয়ে জামাই আব্দুস ছালামের বাড়ীতে আরেকটি অগ্নিকান্ডের ঘটনা ঘটে। স্থানীয় লোকজন আগুন নেভাতে ছুটে যান সেখানে। আগুনের লেলিহান শিখা ছড়িয়ে যাওয়ায় ভয়ে কাছে যেতে পারেনি কেউ । পরে নাগেশ্বরী ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণ নিয়ে আসে । তৎক্ষনে নুর ইসলাম, আব্দুস ছালাম, মজিদ্লু ইসলাম, মহুবর ইসলাম, এরশাদুল ইসলাম, নজরুল ইসলামের বাড়ী পুড়ে যায়। এসময় দু’টি অগ্নিকান্ডে একটি গরু, ৫টি ছাগল, ধান, চাউল, নগদ টাকাসহ প্রায় অর্ধকোটি টাকার সম্পদ পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনাস্থল পরিদর্শন করে উপজেলা চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার,ইউএনও মাছুমা আরেফিন ,ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) নবিউল ও পিআইও সবুজ কুমার গুপ্ত। প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারদেরকে নগদ টাকা, খাবার ও ঢেউ টিন বিতরণ করেছেন ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।