মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতে গতকাল বৃহস্পতিবার ৩২৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ সময়ের মধ্যে মারা গেছেন কমপক্ষে ১২ জন। আজ শুক্রবার এই পরিসংখ্যান দিয়ে দ্য হিন্দু জানায়, এক সপ্তাহের ব্যবধানে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা দ্বিগুণ বেড়েছে।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত ২ হাজার ৬৯ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৫৩ জন। করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১৫৫ জন। তবে রাজ্যগুলোর দেওয়া তথ্য অনুযায়ী, আক্রান্তের সংখ্যা ২ হাজার ৪০০ জন ছাড়িয়েছে। মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭০ জনে।
এদিকে করোনা মহামারির মধ্যে ভারতের জন্য ১০০ কোটি ডলারের জরুরি তহবিল অনুমোদন করেছে বিশ্ব ব্যাংক। জনস হপকিন্স ইউনিভার্সিটির সংরক্ষিত পরিসংখ্যান অনুযায়ী, করোনায় আক্রান্তের সংখ্যা এখন ১০ লাখ ১৪ হাজার ৬৭৩ জন। মৃতের সংখ্যা ৫৩ হাজার ৩০ জন। সুস্থ হয়েছেন ২ লাখ ১০ হাজার ৫৭৯ জন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।