Inqilab Logo

রোববার, ০৭ জুলাই ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১, ৩০ যিলহজ ১৪৪৫ হিজরী

ইরাকের ২০ ট্রাক অস্ত্র ও গোলাবারুদ সিরিয়ায়

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ এপ্রিল, ২০২০, ১২:০৩ এএম

ইরাক থেকে মার্কিন সেনারা অন্তত ২০ ট্রাক অস্ত্র ও গোলাবারুদ সিরিয়ায় পাঠিয়েছে। সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা বুধবার রাতে জানিয়েছে, আমেরিকার ২০ ট্রাকের একটি বহর ইরাক থেকে সামরিক যন্ত্রপাতি, অস্ত্র এবং গোলাবারুদ নিয়ে সিরিয়ার আল-হাসাকা শহরে প্রবেশ করেছে। ইরাক থেকে অবৈধভাবে মার্কিন সেনারা সা¤প্রতিক মাসগুলোতে আল-হাসাকা শহরে প্রচুর পরিমাণে অস্ত্র-গোলাবারুদ এবং অন্যান্য সামরিক রসদ সরবরাহ করেছে। বার্তা সংস্থা সানা বলছে, আল-হাসাকা প্রদেশের জাজিরা এলাকায় সিরিয়ার তেল ক্ষেত্রগুলো সম্প‚র্ণভাবে দখলে রাখার লক্ষ্য নিয়ে সেখানে মার্কিন সেনা মোতায়েন করা হয়েছে এবং তাদেরকে পর্যাপ্ত পরিমাণে শক্তি যোগানোর জন্য এসব অস্ত্র ও গোলাবারুদ পাঠানো হচ্ছে। পার্সটুডে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইরাক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ