Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

এবার ‘চোরের গ্রাম’ নিয়ে আসছে ‘মিশন এক্সট্রিম’ খ্যাত পরিচালক

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২ এপ্রিল, ২০২০, ৭:০৫ পিএম

উপ-পুলিশ কমিশনার (ডিসি) সানী সানোয়ারের। চলচ্চিত্রে চিত্রনাট্যকার হিসেবে অভিষেক ঘটে ২০১৭ সালে। প্রথম সিনেমা ‘ঢাকা অ্যাটাক’ দিয়েই বাজিমাত করেন তিনি। নির্মাণ করছেন পুলিশ অ্যাকশন থ্রিলার ঘরানার সিনেমা ‘মিশন এক্সট্রিম’। আসছে ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে।

এরই মাঝে ঘোষণা দিলেন নতুন আরও এক সিনেমার। নাম রাখা হয়েছে ‘চোরের গ্রাম’। সিনেমাটির জন্য প্রথমবারের মতো সায়েন্স ফিকশন থ্রিলার গল্প লিখেছেন তিনি। ‌

সানী সানোয়ার বলেন, প্রাথমিকভাবে নাম দিয়েছি ‘চোরের গ্রাম’। তবে নামটি পরিবর্তন করা হবে। প্রায় পাঁচ বছর ধরে এই গল্পটি নিয়ে কাজ করছিলাম। সময়ের অভাবে এবং অন্য সিনেমার কাজ নিয়ে ব্যস্ত থাকায় এতদিন গল্পটি শেষ করতে পারিনি। অবশেষে ফুরসত পাওয়ায় গল্প পুরোপুরি প্রস্তুত করতে পেরেছি।

‘মিশন এক্সট্রিম’র দুই পর্ব ফায়সাল আহমেদের সঙ্গে যৌথভাবে পরিচালনা করলেও বৈজ্ঞানিক কল্পকাহিনীভিত্তিক থ্রিলারটি সানী সানোয়ার এককভাবে পরিচালনা করবেন। এটি নির্মিত হবে কপ ক্রিয়েশনের ব্যানারে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢালিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ