Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঝালকাঠিতে টিসিবির খাদ্যসামগ্রী মজুদ করায় ৩ ডিলারকে জরিমানা

ঝালকাঠি জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ এপ্রিল, ২০২০, ৩:০৪ পিএম

ঝালকাঠিতে ট্রেডিং করর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) খাদ্যসামগ্রী কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে মজুদ করায় ৩ ডিলারকে ২৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় এক ব্যবসায়ীর ডিলারশিপ বাতিলের সুপারিশ করা হয়েছে। ঝালকাঠি জেলা প্রশাসক কার্যলয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি) আহমেদ হাসান ও তাজবীর হোসাইন বুধবার রাতে জরিমানা করেন। এদের মধ্যে রুবেল ট্রেডার্সকে ৫ হাজার, মনোজ ট্রেডার্সকে ২০ হাজার ও সুমন স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। অতিরিক্ত মালামাল মজুদ করায় রুবেল ট্রেডার্সের ডিলারশিপ বাতিল করার সুপারিশ করেছে জেলা প্রশাসক।
ঝালকাঠি জেলা প্রশাসন কার্যলয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) আহমেদ হাসান জানান, একাধিকবার নিষেধ করার পরও নির্ধারিত সময়ের মধ্যে টিসিবির খাদ্যসামগ্রী তেল, ডাল ও চিনি বিক্রি না করে কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে মজুদ করায় ডিলারদের জরিমানা করা হয়। এর পরেও যদি তাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যায়, তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টিসিবি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ