Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টিসিবির পণ্য বিক্রি এক সপ্তাহ বন্ধ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২০ জুলাই, ২০২১, ১২:০৮ এএম

ঈদুল আজহা উপলক্ষে আগামী এক সপ্তাহ বন্ধ থাকবে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) কম মূল্যে পণ্য বিক্রি কার্যক্রম। আজ সোমবার (২০ জুলাই) থেকে ২৬ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে। পরবর্তীতে চালু হয়ে আগামী ২৬ আগস্ট পর্যন্ত চলবে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। গতকাল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে সংস্থাটি।
টিসিবির যুগ্ম পরিচালক ও তথ্য কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, সোমবার টিসিবির কোনো ট্রাক সেল বের হচ্ছে না। ঈদের কারণে ২৬ তারিখ পর্যন্ত বন্ধ থাকছে। এ কার্যক্রম চলতি মাসের ২৯ তারিখে পুরোদমে বন্ধ হওয়ার কথা ছিল। কিন্তু করোনাকালীন পরিস্থিতি বিবেচনায় তা ২৬ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। অর্থাৎ ২৬ জুলাই শুরু হয়ে আবারও টানা একমাস টিসিবির বিক্রি কার্যক্রম চলবে বলে জানান তিনি।
করোনা সংক্রমণের সময় ভোক্তাদের কম দামে পণ্য সরবরাহ করতে সারা দেশে ৫ জুলাই থেকে ট্রাক সেলের মাধ্যমে পণ্য বিক্রি শুরু করে টিসিবি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ