বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
খুলনার পাইকগাছা উপজেলায় টিসিবির পণ্য কিনতে মানুষের উপচেপড়া ভিড়। নেই স্বাস্থ্যবিধির বালাই। একজন আরেকজনের সাথে ধাক্কাধাক্কি করে পণ্য কিনছেন। গতকাল থেকে পাইকগাছায় টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। প্রথমদিনেই এ চিত্র দেখা গেছে। পাইকগাছা উপজেলা পরিষদের সামনে দুপুরে দেখা গেছে, ট্রাকে করে চিনি, ডাল ও তেল বিক্রি হচ্ছে। লাইনে দাঁড়িয়ে আছেন অসংখ্য নারী ও পুরুষ। খোলা আকাশের নীচে পণ্য বিক্রি হলেও একটা গুমোট আবহাওয়া তৈরি হয়েছে শ’ দুয়েক মানুষ এক জায়গাতে জড়ো হওয়ার কারণে।
উপজেলার বাতিখালী গ্রামের মৃত জমির গাজীর ছেলে আকরাম গাজী জানান, টিসিবির পণ্য কিনতে দীর্ঘক্ষণ লম্বা লাইনে দাঁড়িয়ে আছি। ট্রাকের মাল প্রায় শেষ। টিসিবির পণ্য বিক্রেতা রিংকু জানান, করোনাকালে মানুষের চাহিদার তুলনায় টিসিবির পণ্য সরবরাহ অনেক কম। টিসিবি’র পণ্য জনপ্রতি ২ কেজি চিনি ১১০ টাকা, ২ কেজি ডাল ১১০ টাকা ও ৫ লিটার তেল ৫শ’ টাকায় বিক্রি হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী বলেন, পৌরসভায় কোন ডিলার না থাকায় কপিলমুনির ডিলারকে দিয়ে পণ্য বিক্রির ব্যবস্থা করায় লোকজনের ভিড় বেড়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।