প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
ভারত জুড়ে চলছে ২১ দিনের লকডাউন। এ পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশাপাশি বলিউড এবং টলিউডের সেলেবেটিরাও আপাতত ঘর বন্দি। করোনায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল এবং সমস্থ রাজ্যের মুখ্যমন্ত্রীদের ত্রাণ তহবিলে অনুদান দেওয়ার জন্য আহ্বান করা হয়। করোনা রুখতে এবং দুঃস্থদের পাশে দাঁড়াতে এবার অন্য তারকাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে এলেন অভিনেতা অঙ্কুশ হাজরা।
করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ লক্ষের অনুদান দেওয়ার ঘোষণা করেন অঙ্কুশ হাজরা। পাশাপাশি এই দুর্যোগের সময় দেশের মানুষের সবাইকে একযোগে এগিয়ে এসে লড়াইয়েরও আহ্বান জানান তিনি।
এদিকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলের পাশাপাশি ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কাস অফ ইস্টার্ন ইন্ডিয়ার তহবিলেও ১ লক্ষের অনুদান দেওয়ার ঘোষণা করেন টলিউডের এই প্রথম সারির অভিনেতা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।