Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

অপরাধ নেই! মানবিক কাজে ব্যস্ত পুলিশ

রফিকুল ইসলাম সেলিম | প্রকাশের সময় : ১ এপ্রিল, ২০২০, ১১:৫৯ এএম

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে অঘোষিত লকডাউনে অপরাধ প্রবণতা কমেছে। কমে গেছে মামলার সংখ্যা। আর এই সুযোগে পুলিশ বাহিনীর সদস্যরা মানবিক কাজে ব্যস্ত সময় পার করছেন।

গেল ২৬ মার্চ থেকে শুরু হওয়ার লকডাউনের আগে থেকেই চট্টগ্রাম মহানগর ও জেলায় অপরাধ কমতে থাকে। করোনাভাইরাস আতঙ্কের পর থেকেই এ ইতিবাচক পরিবর্তন শুরু বলে জানান পুলিশ কমর্কতারা। লকডাউনের পর কোন কোন এলাকায় অপরাধ প্রায় শূন্যের কোঠায় নেমে আসে।
নগরীর হালিশহর থানার এক সপ্তাহ ধরে কোন মামলা রেকর্ড না হওয়ার রেকর্ড হয়। অন্যান্য থানার চিত্রও প্রায় একই রকম।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসিন বলেন, অপরাধ কমছে। সেই সাথে মামলার সংখ্যা কমে গেছে। গত কয়েক দিনে থানায় একটি ছিনতাই মামলা হয় । ওই ছিনতাইকারী আটক হয়। এছাড়া টুকটাক কিছু মাদক দ্রব্য উদ্ধারের ঘটনায় মামলা দায়ের হচ্ছে। সামাজিক দূরত্ব নিশ্চিত করাসহ মানবিক কাজের পাশাপাশি আমরা অপরাধীদের ব্যাপারে সতর্ক আছি।

বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রিটন সরকার বলেন, অপরাধ কমছে, থানায় মামলা দায়ের হচ্ছে হাতে গোনা। অপরাধীরাও ভয় আতঙ্কের মধ্যে আছে। তাই বলে আমরা বসে নেই। নিয়মিত টহল অব্যাহত রয়েছে।

চট্টগ্রাম জেলা পুলিশের কমর্কতারা জানান , করোনাভাইরাস আতঙ্কের মধ্যে অপরাধীরা নীরব রয়েছে। তবে মাদক কারবারিরা কোথাও কোথাও সক্রিয় আছে। সামাজিক অপরাধও আগের মতো নেই। কিছু পারিবারিক কলহের ঘটনা ঘটছে।

করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে সামাজিক বিচ্ছিন্নতা নিশ্চিত করতে কাজ করছে পুলিশ। হোমকোয়রেন্টাইনে নিশ্চিত এবং বাজার মনিটরিং কাজে প্রশাসনের সহযোগিতায় আছে পুলিশ। আবার ঘরবন্দি দরিদ্র মানুষের ঘরে খাবার পৌঁছাতে কাজ করছেন এ বাহিনীর সদস্যরা। পুলিশ কমর্কতারা বলেছেন অপরাধ দমনে এখন ব্যস্ততা কমে যাওয়া পুলিশ মানবিক কাজে সময় দিতে পারছে। এখন একান্ত জরুরী না হলে ওয়ারেন্ট তামিল বন্ধ আছে। বন্ধ ভিআইপি প্রটোকল আর নানা ধরনের রাজনৈতিক এবং রাষ্ট্রীয় ও সামাজিক অনুষ্ঠান কর্মসূচি কেন্দ্রীক ব্যস্ততা। মানুষ এখন ভিন্ন এক পুলিশ দেখছে। জনগণের বন্ধু এ পরিচয়ে পুলিশ বাহিনীর বাস্তব রূপ দেখে আশাবাদী মানুষ । সচেতন নাগরিক সমাজের অভিমত এ বাহিনীর বদনাম মুছে ফেলার উপযুক্ত সময় সুযোগ এখনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পুলিশ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ