মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
স¤প্রতি ইরানি ক্ষেপণাস্ত্র হামলার নিশানা হওয়া ইরাকি সামরিকঘাঁটিতে মার্কিন সেনাদের সুরক্ষায় প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষাব্যবস্থা স্থাপনা করেছে যুক্তরাষ্ট্র। সোমবার বার্তা সংস্থা এএফপিকে এমন তথ্য দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইরাকি সামরিক স‚ত্র। জানুয়ারি থেকেই প্রতিরক্ষাব্যবস্থা বসানো নিয়ে আলোচনা চালিয়ে আসছে ওয়াশিংটন ও যুক্তরাষ্ট্র। তখন পশ্চিমাঞ্চলীয় ইরাকি সামরিকঘাঁটি আইন আল-আসাদে দ‚রপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান। আইএসের বিরুদ্ধে লড়াইয়ে ওই সামরিকঘাঁটিতে যুক্তরাষ্ট্র ও অন্যান্য বিদেশি সেনারা অবস্থান করছে। তবে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা স্থাপনে যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত ইরাকি সরকারের অনুমোদন পেয়েছে কিনা; তা পরিষ্কার হওয়া সম্ভব হয়নি। মার্কিন প্রতিরক্ষা ও ইরাকি সামরিক স‚ত্র জানিয়েছে, আইন আল-আসাদে গত সপ্তাহে একটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হয়েছে। এখনও ব্যাটারি স্থাপনের কাজ চলছে। এ ছাড়া ইরাকি স্বায়ত্তশাসিত কুর্দিশ অঞ্চলের রাজধানী আরবিলেও একটি ব্যাটারি স্থাপন করা হয়েছে। এ ছাড়া ইরাকে নিয়ে যেতে আরও দুটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা বর্তমানে কুয়েতে রয়েছে। উচ্চ ক্ষমতাসম্পন্ন রাডার ও ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী ইন্টারসেপ্টর রয়েছে প্যাট্রিয়ট প্রতিরক্ষাব্যবস্থায়। প্রতিবেশী প্রভাবশালী ইরানের কারণে যুক্তরাষ্ট্রের এই উদ্যোগের বিরোধিতা করে আসছিল ইরাক। কারণ এতে নতুন করে উত্তেজনা বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। গত ফেব্রুয়ারিতে মার্কিন কেন্দ্রীয় কমান্ডের প্রধান জেনারেল কেন্নেথ ম্যাকাঞ্জির সঙ্গে দেখা করা ইরাকি শীর্ষ কর্মকর্তারা প্রস্তাব দিয়েছিলেন, যাতে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা বসানোর সময় ইরাকে যুক্তরাষ্ট্রের সেনা উপস্থিতি কমিয়ে আনা হয়। এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।