Inqilab Logo

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সুন্দরগঞ্জে ছাত্রলীগ নেতার বাড়ি থেকে ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধির ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০২০, ৬:১৩ পিএম

গাইবান্ধার সুন্দরগঞ্জে ভাড়া বাসা থেকে ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধির ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনাটি পৌর সভার ৩ নং ওয়ার্ডের হাসপাতাল মোড়ে ঘটেছে। এ ঘটনায় বাসার মালিক,স্ত্রী,ছেলে ও পুত্রবধুসহ ৭ জনকে পুলিশ আটক করেছে ।
পুলিশ সূত্রে জানা গেছে, হাসানুর রহমান হাসান নামে গ্লোব ফার্মাসিটিক্যাল্স কোম্পানির একজন বিক্রয় প্রতিনিধি চলতি মাসের পহেলা তারিখে পৌর সভার ৩ নং ওয়ার্ডের মহসিন মেকারের বাসায় ভাড়াটিয়া হিসেবে উঠেন। প্রতিদিনের ন্যায় শনিবার রাতে হাসানুর ঘুমিয়ে পড়লে রবিবার(২৯ মার্চ) দুপুর পর্যন্ত ওই যুবক ঘরের দরজা-জানালা না খোলায় প্রতিবেশিদের সন্দেহ হয়। পরে স্থানীয়রা ওই যুবককে ডাকাডাকি করে কোন সাড়া না পেয়ে থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে যুবক হাসানুরের ক্ষত- বিক্ষত ঝুলন্ত মরদেহ দেখতে পায়। নিহত হাসানুরের গলায় ও পিঠে অসংখ্য ক্ষত চিহ্ন রয়েছে।এরপর নিহত ওই যুবকের আলামত সংগ্রহ করে বাসার মালিক ও তার ছেলে পৌর ছাত্রলীগের আহবায়কসহ ৭ জনকে পুলিশ আটক করে। এরা হলেন-পৌর ছাত্রলীগের আহবায়ক মাইদুল ইসলাম,তার পিতা মহসিন মিয়া,মাতা মাজেদা বেগম,ভাবী রোখসানা হায়াত শিল্পী, ভাড়াটিয়া উৎপল,আনিস,রেহেনা। নিহত হাসানুর কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার পূর্বফুলমতি গ্রামের নাজির হোসেনের ছেলে বলে জানা গেছে। থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান জানান, এ ঘটনায মামলার প্রস্তুতি চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাশ উদ্ধার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ