Inqilab Logo

বুধবার ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৩ আশ্বিন ১৪৩১, ১৪ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

ভারতে যুদ্ধে নেমেছে ডিআরডিও,ওএফবি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০২০, ১২:০৩ এএম

ভারতের রাষ্ট্রায়ত্ত দুই প্রতিরক্ষা প্রতিষ্ঠান ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও) এবং অর্ডন্যান্স ফ্যাক্টরি বোর্ডকে (ওএফবি) করোনাভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে নিয়োজিত করা হয়েছে। এই দুই প্রতিষ্ঠানকে করোনাপ্রতিরোধক বিভিন্ন ধরনের চিকিৎসা সামগ্রী ও সরঞ্জাম তৈরির নির্দেশ দিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। কর্মকর্তারা জানান, ডিআরডিও ইতোমধ্যে তার ল্যাবে হ্যান্ড-স্যানিটাইজিং লিকুইড ও অন্যান্য জীবাণুনাশক তৈরির কাজ শুরু করেছে। অন্যদিকে চিকিৎসকদের জন্য ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) তৈরির পাইলট প্রকল্প শুরু করেছে ওএফবি। অন্যদিকে, অতি চাহিদা সম্পন্ন ভেন্টিলেটর তৈরির জন্য বেসরকারি খাতের প্রস্তুতকারকদের সঙ্গে আলোচনা করছে ডিআরডিও। করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধের জন্য ভারতের ১১৩ কোটি মানুষকে ১৪ এপ্রিল পর্যন্ত বাড়িতে আবদ্ধ থাকার নির্দেশ দিয়েছে দেশটির সরকার। জেনিস ডিফেন্স, এসএএম।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ