Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গণধর্ষণের শিকার নাবালিকা ঝাড়খন্ডে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০২০, ১২:০৩ এএম

লকডাউনে সারাভারতে বন্ধ যানবাহন। এই সময়ে গ্রামে ফিরতে ১৬ বছরের এক নাবালিকা উঠেছিল বন্ধুর মোটরসাইকেলে। ফেরার পথে তাকে গণধর্ষণের অভিযোগে উঠল ৯ জনের বিরুদ্ধে। স¤প্রতি এই ঘটনা ঘটেছে ভারতের ঝাড়খন্ডের দুমকাতে। বৃহস্পতিবার ঘটনার কথা জানিয়েছেন এক পুলিশ কর্মকর্তা। পুলিশের কাছে করা অভিযোগে ওই নাবালিকা জানিয়েছে, গত মঙ্গলবার বিকালে বন্ধুর মোটরসাইকেলে দুমকা শহর থেকে গ্রামে ফিরছিল সে। সেই মোটরসাইকেলে আরও এক ব্যক্তি ছিলেন। যিনি নাবালিকার পরিচিত নন। মোটরসাইকেলে যাওয়ার সময় সেই বন্ধু নাবালিকাকে বলেন, রাস্তায় পুলিশের নজর এড়াতে জঙ্গলের মধ্য দিয়ে রাস্তা ধরে গ্রামে যাবেন তারা। নাবালিকার জানিয়েছে, তাদের যাওয়ার পথে জঙ্গলের মধ্যে দাঁড়িয়েছিল আরও সাতজন। সেখানেই বন্ধুসহ আটজন অপরিচিত ব্যক্তি মিলে গণধর্ষণ করে তাকে। নাবালিকা অজ্ঞান হয়ে পড়লে পালিয়ে যায় অভিযুক্তরা। ওয়াই এস রমেশ নামে এক পুলিশ কর্মকর্তা বলেছেন, নির্যাতিতা হাসপাতালে ভর্তি রয়েছে, সেখানেই তার বয়ান নথিভুক্ত করা হয়েছে। অভিযুক্তদের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। পিটিআই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ