Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘একটি ভুলেই বড় বিপদ’

কোহলি-আনুশকার বার্তা

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০২০, ১২:০৪ এএম

২২ গজে ব্যাটসম্যানদের পথচলা থামাতে একটি ভুলই যথেষ্ট। করোনাভাইরাস পরিস্থিতিকেও তেমনই মনে হচ্ছে বিরাট কোহলির। বলিউড তারকা স্ত্রী আনুশকা শর্মাকে সঙ্গে নিয়ে ভিডিও বার্তায় ভারতীয় অধিনায়ক সতর্ক করে দিচ্ছেন সবাইকে, করোনাভাইরাস মোকাবেলায় একটি ভুল করার সুযোগও নেই।

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে সামাজিক সচেতনতা সৃষ্টিতে সক্রিয় বিশ্ব জুড়ে নানা অঙ্গনের তারকারা। কোহলি ও আনুশকাও যৌথ ভিডিও বার্তায় নিজেদের ভ‚মিকা রাখছেন নিয়মিত। দুই আঙিনার দুই তারকা মনে করিয়ে দিয়েছেন, দায়িত্বটি সবার, ‘করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে জিততে সময় লাগবে। মনোবল লাগবে। তবে সবচেয়ে বেশি লাগবে আগামী ২১ দিনে আপনাদের সমর্থন ও দায়িত্ব। করোনাভাইরাসকে দ‚রে রাখতে কিছু কাজ করা জরুরী। ঘরে থাকুন। নিজেকে বাঁচান, পরিবারকেও রক্ষা করুন। করোনাভাইরাসকে আটকাতে খুবই জরুরী হলো, কারফিউ যেন ভঙ্গ না করা হয়।’

ভারতজুড়ে তিন সপ্তাহের লকডাউন ঘোষণার পরও সেটিকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন না অনেকে। অপ্রয়োজনে বাইরে ঘুরে বেড়ানো, রাস্তায়-মাঠে ক্রিকেট খেলার ভিডিও দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কোহলি ও আনুশকা তাই সতর্ক করে দিয়েছেন সবাইকে, ‘ঘর থেকে বেরিয়ে, দলবদ্ধ হয়ে হইচই করে করোনাভাইরাসের সঙ্গে লড়াইয়ে জেতা যাবে না। আপনাদের একটি ভুলের কারণে আমাদের সবাইকে, গোটা দেশকে চড়াম‚ল্য দিতে হতে পারে। ২১ দিন ঘরে থাকুন, দেশকে রক্ষা করুন। একতাবদ্ধ হয়ে জীবন ও দেশ বাঁচান।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভুল


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ