Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে সেনা-প্রশাসন অভিযান চলছে

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৭ মার্চ, ২০২০, ৮:২৪ পিএম

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে বিদেশ ফেরতদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত, নিত্য পণ্যের বাজার দর নিয়ন্ত্রণ ও সরকারের নির্দেশ অমান্য করে ব্যবসা পরিচালনা বন্ধে সেনাবাহিনীর সহযোগীতায় শুক্রবারও অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন। পাঁচজন নির্বাহী ম্যাজিস্টেটের নেতৃত্বে নগরীর বিভিন্ন এলাকা এ অভিযানে কয়েকজন যাত্রী ও ব্যবসায়ীকে জরিমানা করা হয়।

নিষিদ্ধ সময়ে ইট-বালির দোকান খুলে ব্যবসা পরিচালনার দায়ে নগরীর বালুরটাল এলাকার আবদুল করিমকে এক হাজার ও দেওয়ান বাজারে মূল্য তালিকা না টাঙিয়ে ব্যবসা পরিচালনার দায়ে নিউ সাতকানিয়া স্টোরকে দেড় হাজার টাকা জরিমানা করা হয়। নগরীর রুমঘাটা, টেরিবাজার ও কোরবানীগঞ্জ এলাকায় বিদেশ ফেরত কয়েক ব্যক্তির হোম কোয়ারেন্টিন নিশ্চিত আছে কিনা তা তদারকি করা হয়।

নগরীর অলঙ্কার মোড়ে দুই সেলুন ব্যবসায়ীকে ৪ হাজার, অলংকার মোড়ে রেন্ট-এ কারে ১২ জন যাত্রী নিয়ে যাওয়ার সময় যাত্রীদের ৩’শ টাকা করে ৩ হাজার ৬’শ টাকা এবং একটি লরিতে ৬ জন যাত্রীকে ৩’শ টাকা করে ১ হাজার ৮’শ টাকা জরিমানা করা হয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অভিযান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ