Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনায় সচেতনতা বাঁড়াতে মিমির ভিন্ন প্রচেষ্টা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৭ মার্চ, ২০২০, ৭:৫৭ পিএম

করোনা প্রাদুর্ভাবে বিশ্ব জুড়ে মৃত্যুর মিছিল বেড়েই চলেছে। এ পরিস্থিতিতে যে যার জায়গায় সচেতন থেকে অন্যকেও বিভিন্ন মাধ্যমে সচেতন করছেন। এদিক দিয়ে পিছিয়ে নেই তারকারাও। এদিকে হোম কোয়ারেন্টাইনে থেকে কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ও সাংসদ মিমি চক্রবর্তী করোনা সম্পর্কে নানা সচেতন বার্তায় মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন।

সম্প্রতি ইনস্টাগ্রামে ভিডিয়ো পোস্ট করেছেন মিমি। ভিডিওতে দেখা যাচ্ছে, মিমি তার প্রেমিকের করোনা টেস্ট করেছেন। রিপোর্ট এসছে। মিমির বিপরীতে তার প্রেমিকের চরিত্রে সোহম। প্রেমিককে সতর্ক করছেন মিমি, ‘সরকারি নিয়ম মেনে বাড়িতে না থাকলে আমি প্রেম করব না’।

সম্পর্ক, বন্ধুত্ব প্রেম সব ঠিক থাকবে, যদি সরকারি নিয়ম মেনে মানুষ নিজেদের গৃহবন্দি রাখেন। প্রেমিক বলে লকডাউনের জমানায় কেউ পার পাবে না- এমনটাই বার্তা দিচ্ছেন সাংসদ।

লকডাউন আর সুস্থতা এই মুহূর্তে এই দুই বিষয়ের ওপর জোর দিচ্ছেন কলকাতার সাংসদ মিমি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢালিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ