নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
প্রাণঘাতি করোনাভাইরাস আতঙ্কে বর্তমানে সারা বিশ্ব যখন বিপন্ন ঠিক তখনই অসহায়দের পাশে দাঁড়ানোর জন্য এগিয়ে এসেছেন বাংলাদেশের খেলোয়াড়রা। যে যার অবস্থানে থেকে সাহায্য করার চেষ্টা করছেন দেশের স্বল্প আয়ের খেটে খাওয়া মানুষদের। করোনাভাইরাস সংক্রামণ এড়াতে সরকারের নির্দেশে বৃহস্পতিবার থেকে বাংলাদেশে চলছে সাধারণ ছুটি। কেউ ঘর থেকে বের হতে পারছেন না। ফলে দিন মজুর ও ছোট কর্মজীবিদের জন্য জীবন ধারণ অনেকটাই কঠিণ হয়ে পড়েছে। এই সময়ে অসহায় মানুষদের আহার যোগাতে দেশের বিত্তবাণরা এগিয়ে না আসলেও বসে নেই খেলোয়াড়রা। তারা ঠিকই চেষ্টা করছেন অসহায়দের সাহায্য করতে। করোনাভাইরাস মোকাবেলায় ক’দিন আগে এগিয়ে এসেছেন জাতীয় দলের ক্রিকেটাররা। খেটে খাওয়া দিন-মজুর অসহায় মানুষদের সাহায্য করতে জাতীয় দলসহ এর বাইরে থাকা ২৭ জন ক্রিকেটার দান করেছেন তাদের এক মাসের বেতনের অর্ধেক টাকা। পিছিয়ে থাকছেন না জাতীয় দলের ফুটবলাররাও। ক্রিকেটারদের মতো দলগতভাবে না হলেও, ব্যক্তিগত উদ্যোগে অসহায় মানুষদের পাশে এসে দাঁড়াচ্ছেন তারা। এই তালিকায় আছেন জাতীয় দলের দুই ফুটবলার বিপলু আহমেদ ও আরিফুর রহমান। বিপলু নিজ বিভাগ সিলেটে এবং আরিফুর কুমিল্লা শহরে খেটে খাওয়া মানুষদের খাদ্যসামগ্রী দিয়ে সাহায্য করেছেন।
প্রথমে এই উদ্যোগ নেন জাতীয় দল ও বসুন্ধরা কিংসের ফরোয়ার্ড বিপলু। বুধবার সিলেটে খেটে খাওয়া দিনমজুরদের তিনি বিতরণ করেন প্রয়োজনীয় খাদ্যসামগ্রী। এরপরই বিপলুর পথ অনুসরণ করে আরিফুরও এগিয়ে আসেন খাদ্যসামগ্রি নিয়ে। অন্যদের উৎসাহিত করার জন্য দু’জনই ভিন্ন ভিন্ন ভিডিও আপলোড করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। যে ভিডিওর ক্যাপশনে বিপলু লিখেছেন, ‘বর্তমান সময়টা খুবই কঠিন আমাদের জন্য, সারা পৃথিবীর জন্য। তাই আমরা ঘরের মধ্যে পরিস্কার পরিচ্ছন্ন এবং নিরাপদ থাকার পরামর্শ মানছি। কিন্তু এই অবস্থাটা আমাদের দিনমজুর এবং সাধারণ মানুষদের জন্য বিপর্যয় নিয়ে এসেছে। তাই আমি চেষ্টা করেছি সামান্য কিছু সাহায্য নিয়ে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে। আমি আমার সতীর্থ এবং বন্ধুদের অনুরোধ করবো নিজেদের সাধ্যমতো সবাইকে সাহায্য করতে।’
বি.দ্র. আমি বাইরে বের হয়েছিলাম প্রয়োজনেই। অন্যথায় আমিও ঘরের মধ্যেই আছি। তাই দয়া করে সবাই ঘরে থাকুন, নিরাপদ থাকুন এবং সবার জন্য প্রার্থনা করুন।’
বিপলুর এই ভিডিও ফেসবুকে দেখে অনপ্রাণিত হন জাতীয় দল ও সাইফ স্পোর্টিং ক্লাবের উইঙ্গার আরিফুর রহমান। তিনি তার এলাকা কুমিল্লায় খাদ্যসামগ্রি বিতরণ করেন অসহায় মানুষদের। বিপলুর মতো আরিফুরও ভিডিও ধারণ করে ফেসবুকে আপলোড করে সবাইকে আহŸান জানান দেশের অসহায় মানুষদের পাশে এসে দাঁড়ানোর।
ভিডিওর ক্যাপশনে আরিফুর লিখেন, ‘এটি আমাদের জন্য একটি কষ্টকর সময় কারণ সারা পৃথিবীর বর্তমান পরিস্থিতি অত্যন্ত নাজুক। তাই স্বাস্থ্যবিধি মেনে চলা ও নিজ গৃহে অবস্থান করা- এই উপদেশগুলো এখন আমাদেরকে মেনে চলতে হচ্ছে। কিন্তু এটি দ্বিমুখী সমস্যা সৃষ্টি করেছে আমাদের খেটে-খাওয়া প্রতিবেশী ভাই-বোনদের জন্য। তাই আমি চেষ্টা করেছি আমার সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়ানোর এবং আমি আমার সতীর্থ ও সকল বন্ধুদের অনুরোধ করছি তারা যেনো তাদের সামর্থ্য অনুযায়ী এই খেটে খাওয়া মানুষদের পাশে দাঁড়ায়। আর এই কর্মকান্ডে আমি অনুপ্রাণিত হয়েছি আমার সতীর্থ বিপলু আহমেদ থেকে।’
তিনি আরো লিখেন,‘আমি আজকে গৃহ থেকে বের হয়েছি একটি কারণবশত। না হয় আমি সর্বদা গৃহেই অবস্থান করছি এবং আমি সবাইকে অনুরোধ করবো আপনারা বিনা প্রয়োজনে গৃহ থেকে বের হবেন না। সকলে নিয়মিত সালাত আদায় করে মহান আল্লাহ তায়ালা’র কাছে। সবাই সবার জন্য দোয়া করবেন যেনো আল্লাহ আমাদের সকলকে এই বিপদ থেকে রক্ষা করেন।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।