Inqilab Logo

মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯ আশ্বিন ১৪৩১, ২০ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

করোনাভাইরাস: এবার চীন ও ইতালিকে ছাড়িয়ে গেল যুক্তরাষ্ট্র

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ মার্চ, ২০২০, ১১:২৭ এএম

চীন ইতালির পর এবার যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের আক্রমণ। দেশটিতে প্রতিদিনই শনাক্ত হচ্ছে নতুন করোনা রোগী। এরই মধ্যে করোনা আক্রান্ত রোগীর সংখ্যার হিসেবে চীন ও ইতালিকে ছাড়িয়ে গেছে যুক্তরাষ্ট্র। এখন পর্যন্ত দেশটিতে ৮২ হাজার ৪০৪ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। যেখানে ইতালিতে করোনায় আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ৫৮৯ জন এবং চীনে এ সংখ্যা ৮১ হাজার ৭৮২ জন। শুধুমাত্র যুক্তরাষ্ট্রেই মারা গেছে ১ হাজার ১শ মানুষ।

প্রতিদিনই আক্রান্ত হচ্ছে মানুষ। যুক্তরাষ্ট্রে অনেক নিয়ম নীতি মেনে প্রতিদিনই মেডিক্যাল পরীক্ষা করা হচ্ছে, যা প্রতিদিনই বাড়াচ্ছে করোনায় আক্রান্তের সংখ্যা। মানুষ তার পরিবারকে রক্ষার জন্য সর্বাত্মক চেষ্টা করছে। একমাস আগেও যেমন চিন্তা করেছিল সে রকম ঘটনা ঘটছে। অরেগান অঙ্গরাজ্যের পোর্টল্যান্ড শহরের বাসিন্দা ড্যান ডিকাস। কিছুদিন আগে সে চাকরি হারায়।

বর্তমান পরিস্থিতিতে নতুন একটি চাকরির জন্য ইন্টারভিউ দিতে পারছেন না তিনি। তার মত আরো অনেকের অবস্থা একই রকম। আমিরেকার শ্রম বিভাগের দেওয়া তথ্য মতে, চাকরি প্রার্থীর সংখ্যা ১২ গুণ ছাড়িয়ে ৩৩ লাখে দাঁড়িয়েছে। করোনার কারণেই দেশের অর্থনীতি ক্ষতির মুখে পড়ছে এ বিষয়ে কোন সন্দেহ নেই। এরই মধ্যে বন্ধ হয়েছে রেঁস্তোরা, দোকান, সিনোমা হল সহ আরো অনেক সমাবেশ স্থল।

সূত্র: আলজাজিরা, রয়টার্স



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ