Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ধর্ষণের অভিযোগে আটক

সাতক্ষীরা জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৬ মার্চ, ২০২০, ১২:০১ এএম

সাতক্ষীরায় ছয় বছরের শিশু ধর্ষণকারীকে আটক করেছে র‌্যাব। গতকাল ভোর রাতে ঝিনাইদহের ল²ীনকুন্ড গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক ধর্ষণকারী সাতক্ষীরা সদরের খানপুর উত্তরপাড়া গ্রামের আবু বক্কর সরদারের ছেলে লিয়াকত আলী (৫০)।
র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের অতিঃ পুলিশ সুপার মো. মোতাহার হোসেন জানান, গত ১৯ মার্চ দুপুরে সাতক্ষীরা সদরের মাটিয়াডাঙ্গা বিলে ভেকু মেশিনের আড়ালে ছয় বছরের এক শিশুকে ধর্ষণ করে পালিয়ে যায় লিয়াকত আলী। এ ঘটনায় শিশুটির পিতা বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন।

মামলায় আসামিকে ধরার জন্য র‌্যাব সদস্যরা ছায়া তদন্ত শুরু করেন। এক পর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহের কোটচাঁদপুর থানার ল²ীনকুন্ড গ্রামের জনৈক শাহিনুর রহমানের বাড়ি থেকে ধর্ষণকারীকে আটক করা হয়। তাকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ধর্ষণ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ