Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবার ফুটবল কোচ মারুফুলের বার্তা

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ মার্চ, ২০২০, ৮:৫৬ পিএম

প্রাণঘাতি করোনাভাইরাস আতঙ্কে সারা বিশ্ব যখন অস্থির তখন সাধারণ জনগণকে সচেতন করার লক্ষ্যে একের পর এক উপদেশ দিয়ে যাচ্ছেন সরকার প্রধান থেকে শুরু করে সমাজের সব শ্রেণী-পেশার মানুষ। দেশের ক্রীড়াঙ্গনে উল্লেখযোগ্যদের মধ্যে এর আগে খেলোয়াড়রসহ সব মানুষকে সচেতন করার উদ্দেশ্যে বার্তা দিয়েছেন, জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ দক্ষিণ আফ্রিকান রাসেল ডমিঙ্গো, জাতীয় ফুটবল দলের ব্রিটিশ কোচ জেমি ডে, ঢাকা আবাহনী লিমিটেডের পর্তুগিজ কোচ মারিও লেমোস, বসুন্ধরা কিংসের স্প্যানিশ কোচ অস্কার ব্রæজন এবং ওয়ানডে ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এবার এই তালিকায় যুক্ত হলেন জাতীয় দলের সাবেক ও চট্টগ্রাম আবাহনীর বর্তমান কোচ মারুফুল হক। যিনি বরাবরই স্পষ্টভাষী। করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে মারুফুল নিজ ক্লাব চট্টগ্রাম আবাহনীসহ দেশের সব খেলোয়াড় ও মানুষের উদ্দেশ্যে বুধবার এক বার্তা দিয়েছেন। তিনি খেলোয়াড়দের বলেছেন,‘আগে বাঁচো, তারপর অন্য কিছু।’ আর দেশের মানুষের প্রতি তার আহবান, ‘নিরাপদ থাকুন, আগে বাঁচুন।’

বিশ্বব্যাপী আতঙ্ক করোনাভাইরাসের কারণে বাংলাদেশে সব ধরনের খেলা স্থগিত করা হয়েছে আগেই। বন্ধ ঘোষণা করা হয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠান। স্থগিত হয়েছে এইচএসসি পরীক্ষা। দেশে বাস, ট্রেন ও বিমানসহ সব ধরণের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। আজ থেকে বন্ধ হচ্ছে দেশের সরকারী ও বেসরকারী সব অফিস ও আদালত। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকারের পক্ষ থেকে এরই মধ্যে দেয়া হয়েছে নানা নির্দেশনা।

খেলা বন্ধ। তাই মাঠে খেলা না থাকায় ছুটি পেয়েছেন বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের অন্যতম দল চট্টগ্রাম আবাহনীর খেলোয়াড়রা।

প্রায় একযুগ ধরে কোচিং পেশায় নিয়োজিত মারুফুল। তিনি জানেন, ছুটি পেলে দেশের খেলোয়াড়রা সাধারণত ফিটনেস ধরে রাখতে সচেতন থাকেন না। মূলত কোচদের দুর্ভাবনা থাকে সেটি নিয়েই। তবে এবারের প্রেক্ষাপট ভিন্ন। এটি যখন করোনাভাইরাস আতঙ্ক, তখন ফুটবলারদের কাছে তার বার্তায়ও প্রাধান্য পেয়েছে প্রাণঘাতি এই ভাইরাস। মারুফুল হক কাল ইনকিলাবকে বলেন,‘ বর্তমানে যে পরিস্থিতি, তাতে বেঁচে থাকাই মূখ্য। বেঁচে থাকলেই কেবল আপনি অনেক কিছু করতে পারবেন। আউটডোর ট্রেনিং না থাকলে ছেলেরা ফিটনেস হারাবে। কিন্তু এ পরিস্থিতিতে কিছুই করার নেই। ওদেরকে এটিই বলেছি, ‘আগে বাঁচো, নিরাপদ থাকো।’

৫০ বছর বয়সী এই কোচ আরো বলেন,‘তবে হ্যাঁ, বাড়িতে থাকলে যে একেবারেই ফিটনেস ধরে রাখা যাবে না, তা নয়। ওদের এটাও বলেছি, ইনডোরে যতটা পারা যায়, অনুশীলন করতে, যাতে ফিটনেস ধরে রাখা যায়। কিন্তু এ মুহূর্তে আমার কাছে ছেলেদের ফিটনেস নয়, ওদের ভালো ও নিরাপদ থাকাটাই আমার কাছে গুরুত্বপূর্ণ।’

দেশবাসীকেও সচেতন থাকতে উপদেশ দিয়েছেন এই কোচ। বলেছেন,‘ সচেতন থেকে নিজেকে এবং পরিবারকে নিরাপদে রাখার চেষ্টা করুন সবাই। ইনশাল্লাহ করোনাভাইরাস থেকে রক্ষা পাবো আমরা।’

ছুটি পেয়েছেন মারুফুল নিজেও। তবে শুয়ে-বসেই পুরোটা সময় কাটাচ্ছেন না তিনি। প্রতিপক্ষ দলের বিশ্লেষণ করে অনেকটা সময় পর করছেন বলে জানান এই কোচ। উয়েফা ‘এ’ লাইসেন্সধারী কোচ মারুফুলের অধীনে এবার লিগে দারুণভাবে এগিয়ে চলেছে চট্টগ্রাম আবাহনী। এখন পর্যন্ত ছয় ম্যাচে চার জয় ও এক ড্র’তে ১৩ পয়েন্ট পেয়ে তালিকার দ্বিতীয়স্থানে আছে দলটি। সর্বশেষ ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসকে ৪-৩ গোলে হারিয়ে সবাইকে চমকে দেয় চট্টগ্রাম আবাহনী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ