Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুড়িগ্রামে ঘরে ফেরা মানুষের ঢল

কুড়িগ্রাম জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ মার্চ, ২০২০, ৬:২৯ পিএম

করোনা ভাইরাস মোকাবেলায় সব অফিস আদালত বন্ধ করায় ঢাকা থেকে কুড়িগ্রামে ফিরছে হাজার হাজার মানুষ। 

বুধবার সকাল থেকে কুড়িগ্রামে পৌঁছেতে শুরু করেছে যাত্রীবাহী বাসগুলো। অনেকে বাস না পেয়ে ট্রাকে করেও কুড়িগ্রাম পৌঁছেছেন। অনেকটা উৎসব আমেজের মধ্যদিয়ে ছুটি পালন করতে আসার মতন অবস্থার সৃষ্টি হয়েছে। তবে প্রায় সকল মানুষের মুখে ছিল মাস্ক। কুড়িগ্রাম পৌরসভাসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে পথে পথে ছিল হাত ধোয়ার ব্যবস্থা।

এতে করে এতো বিপুল সংখ্যক মানুষ ঢাকা থেকে জেলার বিভিন্ন গ্রামগঞ্জে প্রবেশ করায় সাধারণ মানুষের মনে করোনা সংক্রমন বিস্তার নিয়ে কিছুটা আতঙ্ক বিরাজ করছে।
জেলা মটর মালিক সমিতি সুত্রে জানা গেছে, যাত্রীদের চাপ থাকায় ঢাকা থেকে কুড়িগ্রামে আসা নিয়মিত শতাধিক বাস ছাড়াও অন্য রুটের বাসও ভাড়া করে যাত্রীরা কুড়িগ্রামে ফিরছেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মানুষের ঢল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ